সূর্যাস্তের পর এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দান করবেন না, হতে পারে চরম বিপদ!
সূর্যাস্তের পরে এই জিনিসগুলি কখনো কাউকে দান করবেন না। এতে সংসারের অমঙ্গল ঘটতে পারে।
১) সূর্যাস্তের পরে হলুদ কখনো কাউকে দান করবেন না। হলুদ এর সঙ্গে সম্পর্ক রয়েছে বৃহস্পতি গ্রহের। বৃহস্পতি গ্রহ ‘সৌভাগ্যের প্রতীক’ বলে বিবেচিত হয়।
২) সূর্যাস্তের পরে কাউকে কখনো ঝাঁটা দান করতে নেই। ঝাঁটা দিয়ে বাড়ির নোংরা, আবর্জনা, ময়লা বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সূর্যাস্তের পর কাউকে ঝাঁটা দান করলে বাড়িতে নেতিবাচক এক শক্তি সৃষ্টি হয়। যার সংসারের সুখের পথে বাঁধা সৃষ্টি করে।
৩) সূর্যাস্তের পরে কখনো কাউকে দুধ দান করবেন না। দুধ দান করলে মানসিক চাপ বৃদ্ধি পায়। যার ফলে আপনি শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়তে পারেন। কোন কাজে মন বসাতে পারবেন না। যা সঠিক সিদ্ধান্ত নিতে বাধা সৃষ্টি করবে।
৪) সূর্যাস্তের পরে কখনো কাউকে চাল দান করতে নেই। চাল হলেন মা লক্ষ্মী। চাল সৌভাগ্যের প্রতীক। তাই সূর্যাস্তের পরে কাউকে চাল দান করলে চালের সাথে সাথে সৌভাগ্য আমাদের কাছ থেকে চলে যাবে।
৫) সূর্যাস্তের পরে কখনো কাউকে অর্থ দান করতে নেই। এর অর্থ হলো সংসার থেকে সমৃদ্ধি চলে যাওয়া।
তাই ভুলেও এই কাজগুলি কখনো করবেন না। সংসারের সুখ শান্তি বজায় রাখতে গেলে এই কাজগুলি করা থেকে বিরত থাকুন। এই কাজগুলি না করলে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে।