Hoop Life

How To Win Lottery: লটারিতে টাকা জেতার সহজ পাঁচটি টিপস জেনে নিন

অর্থনৈতিক পরিস্থিতি অনেকেরই অনেক সময় খারাপ যায়, তখন মনে হয় যদি একটু লটারি কেটে কিছু টাকা জেতা যেত। তাহলে হয়তো দৈনন্দিন সমস্যা থেকে কিছুটা উদ্ধার পাওয়া যেত। তবে অবশ্যই এর জন্য পরিশ্রম করতে হবে, কোন রকম পরিশ্রম না করেই শুধুমাত্র লটারি টাকায় টাকা পাব এটা আশা করাটাও ভুল কিন্তু মাঝে মধ্যে দুই, একবার লটারি কেটে দেখতে পারেন। বর্তমানে অনেকেই লটারি কেটে অনেক অনেক টাকা রোজগার করছেন? আপনারও হয়তো দেখে মনে হয় যে, এই এত টাকা আপনিও রোজগার করতে পারেন, তার জন্য আপনাকে মেনে চলতে হবে কয়েকটা সহজ টিপস। তবে লটারি বা ফটকা বাজিতে কিন্তু সব সময় ঝুঁকি থাকে। ঝুঁকি নেওয়ার আগে সব দিক চিন্তা ভাবনা করে, তবেই এই সমস্ত জায়গায় টাকা ঢালবেন। তবে লটারি টিকিট কাটার আগে মেনে চলুন মাত্র পাঁচটি টিপস।

১) আগের খেলাতে ৩, ৫, ৭, ৯ এই ঘরের টিকিটের সংখ্যাগুলি পুরস্কার পেয়েছে। সে ক্ষেত্রে বুঝতে হবে, পরের দিন বা পরের বারের খেলাতে ২, ৪, ৬, ৮ ঘরের সংখ্যার পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।

২)লটারি টিকিট কাটার সময় খেয়াল রাখতে হবে কোনভাবেই যেন টিকিট না হারিয়ে যায়, হারিয়ে গেলে কিন্তু আপনি সেক্ষেত্রে কোনোভাবেই প্রাইসটি জিততে পারবেন না।

৩) সর্বদা ইংরেজি ভাষায় লেখা লটারি কেই বেশি প্রাধান্য দি, সেক্ষেত্রে অতি কম জনপ্রিয়, স্প্যানিশ, রাশিয়ান এসব লটারি কেটে দেখতে পারেন।

৪) বর্তমানে এখন অনেক জায়গাতেই লটারি সেন্টার খুলেছে, তাই প্রথম দিন যেখান থেকে আপনি প্রাইজ দিতেছেন, পরের দিন কিন্তু অন্য সেন্টার থেকে টিকিট কেটে দেখতে পারেন। অনলাইনেও টিকিট কাটতে পারেন।

৫) বর্তমানে কোনো লটারির সেন্টার থেকে সকাল বেলা যদি দেখেন, অনেক পরিমানে পুরস্কার পাওয়া হয়ে গেছে, তাহলে সেখানে সন্ধ্যা বেলা আর না গিয়ে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

ডিসক্লেইমার – অবশ্যই সব দিক বিচার করে লটারি টিকিট কাটবেন, কোন রকম সমস্যা হলে, Hoophaap দায়ী থাকবে না।

Related Articles