whatsapp channel

VIRAL: হুবহু মানুষের মতো কথা বলে সকলকে চমকে দিল এই শালিক পাখি, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের প্রতিভা প্রকাশ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই প্রতিভা হাজার হাজার মানুষের সামনে চলে যাচ্ছে। ভালো কিছু ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি…

Shreya Chatterjee

Shreya Chatterjee

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের প্রতিভা প্রকাশ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই প্রতিভা হাজার হাজার মানুষের সামনে চলে যাচ্ছে। ভালো কিছু ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন মানুষ নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান, সকলের কাছে তবে এই সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্ম রয়েছে। এতে সফল হতেও পারেন। গান, নাচ, আঁকা কিংবা আবৃত্তির নানা প্রতিভার ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার নানান জায়গায়।

হুবহু মানুষের মতন করে কথা বলছে শালিক পাখির আগে কখনো শুনেছেন? মানুষের মতন করে কথা বলতে আমরা শুনেছি চন্দনা, টিয়া পাখি এই সমস্ত পাখিদের কিন্তু একেবারে শালিক পাখিও যে মানুষের মতন কথা বলতে পারে তা কিন্তু আপনি না দেখলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি শালিক পাখি অনর্গল মানুষের মতন করে কথা বলছে। এইভাবে ছোট ছোট ঘটনা আমাদের বাড়ি অব্দি এসে পৌঁছয়, যা আমাদের মনের মধ্যেও প্রবেশ করে যায় খুব সহজেই আগেকার দিনে এত সহজে এই ধরনের সুন্দর ঘটনা কিন্তু সকলের কাছে পৌঁছোতো না।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, এই শালিক পাখি তার মালিকের সঙ্গে ক্রমাগত ঝগড়া করে চলেছে। দেখে মনে হচ্ছে, ট্রেনিং প্রাপ্ত কোন পাখি তার মালিকের সঙ্গে ঝগড়া করছে কিন্তু অতি সাধারণ শালিক পাখি ও যেমন ঝগড়া করতে পারে, তা কিন্তু আপনি না দেখলে কিছুতেই বিশ্বাস করবেন না। রাকিব এন্টারটেইনমেন্ট বিডি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি  ভাইরাল হয়েছে। আপনি যদি ভিডিওটি দেখতে মিস করে থাকেন, আমাদের Hoophaap এর পাতায় চটপট দেখে ফেলুন অসাধারণ এই ভিডিওটি –

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক