Nag Panchami: কিভাবে নাগ পঞ্চমীর দিন পুজো করলে ঘুচে যাবে অর্থের কষ্ট
বর্তমান পরিস্থিতিতে প্রত্যেককেই ভীষণ অর্থ সংকটে ভুগছেন কারো চাকরী চলে গেছে, কারুর প্রমোশন আটকে গেছে, দারিদ্রতায় প্রত্যেকের দিনযাপন হচ্ছে। অর্থনৈতিক সঙ্কট দূর করার জন্য আপনি অবশ্যই নাগ পঞ্চমীর দিন পুজো করতে পারেন। এই দিন আপনার জন্য আপনার জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসতে পারে। অর্থনৈতিক সংকটের জন্য সাংসারিক কলহ-বিবাদ ইত্যাদি লেগেই আছে। তাই আপনি যদি এইবারে নিয়ম করে নাগপঞ্চমী পুজো করেন তাহলে এই সমস্ত বিষয় থেকে আপনি দূরে চলে যাবেন। মন শান্তিতে ভরে উঠবে।
প্রতিবছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালন করা হয়। বাংলায় এটি বহু প্রাচীনকাল থেকেই এই নিয়ম চলে আসছে। এবছর ২৮শে জুলাই বুধবার উদযাপিত হতে চলেছে নাগপঞ্চমী। যাদের রাশিতে রাহু, কেতু ইত্যাদির দোষ থাকে, তারা মনে করেন, তারা যদি নাগ পঞ্চমীর দিন নাগ দেবতার পুজো করেন। তাহলে সমস্ত দোষ কেটে গিয়ে সংসারে এবং নিজের মধ্যে শান্তি ফিরে আসে। গ্রামেগঞ্জের মানুষ এখনো বিশ্বাস করেন যে, নাগপঞ্চমীতে নাগ দেবতার পুজো করলে বিষধর সাপের কামড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাইতো অনেকেই নাগ পঞ্চমীর দিন উপবাস করেন।
তবে অনেকেই আবার নাগপঞ্চমীর আগের দিন অর্থাৎ নাগচতুর্থীর দিন থেকে উপবাস করা শুরু করেন। নাগ পঞ্চমীর দিন সকাল বেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার এবং শুদ্ধ কাপড়ের নাগদেবের মূর্তির সামনে পুজো করতে হয়। দেবতার সামনে হলুদ, সিঁদুর, নৈবেদ্য, ফুল ইত্যাদি অর্পণ করতে হয়। অনেকে আবার কলা এবং দুধ রাখেন এবং সবশেষে নাগ দেবতার দ্রুত পাঠ করতে হয়।
হিন্দুরা মনে করেন, এই দিনটি খুবই শুভ। পঞ্চমী তিথিতে পাতাল থেকে সর্পকুল অর্থাৎ সাপের প্রজাতি আছে তারা মানব দের উদ্দেশ্যে আশীর্বাদ প্রেরণ করেন। তাই এই দিনটিতে অবশ্যই নাগ দেবতার পূজো করুন। সংসারে শান্তি ফিরে আসবে। অর্থনৈতিক সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। হিন্দুরা এই দিনটিকে মনোযোগ সহকারে পালন করেন।