শ্রাবণ মাসের শনিবার এই দিকে ছড়িয়ে দিন কালো তিল, শিবের কৃপায় কাটবে অর্থের কষ্ট
হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসে দেবাদিদেব মহাদেব মর্তে আগমন করেন। যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তারা এই গোটা মাস যদি নিয়ম করে মহাদেব দেবাদিদেবের পুজো করেন। তাহলে তাদের সারা জীবন খুব সুখে শান্তিতে কাটবে। অর্থনৈতিক সমস্ত সমস্যা দূর হয়ে যাবে নিমেষের মধ্যে। তবে নিয়ম মেনে পালন করতে হবে। না হলে হতে পারে ঘোরতর বিপদ।
তবে যদি নিয়ম মেনে শ্রাবণ মাসে দেবাদিদেবের পুজো করতে পারেন তাহলে আপনার জীবনে, আপনি এক অপার আনন্দ খুঁজে পাবেন। বর্তমান পরিস্থিতিতে চাকরি-বাকরির খুব অভাব। সহজেই মানুষের চাকরি চলে যাচ্ছে, অর্থাভাবে কষ্ট পাচ্ছে, অনেকেই প্রমোশন হচ্ছে না, যারা যদি নিয়ম মেনে শ্রাবণ মাসে দেবাদিদেবের পুজো করতে পারেন, তাহলে সমস্ত রকম অর্থনৈতিক সংকট দূর হবে।
শ্রাবণ মাসের শনিবার দেবাদিদেব মহাদেবের মূর্তি বা ফটোর সামনে একটা পিতলের বাটি নিয়ে তার মধ্যে গঙ্গা জল দিয়ে এক মুঠো কালো তিল রেখে দিন। পুজো হয়ে গেলে এই তিলের বাটি থেকে তিল নিয়ে ঈশান কোনে ফেলে দিন। আর পাত্রটি ভালো করে ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন, কোনো ভাবে যাতে এই বাটিতে ঝ্যাঁটা না লাগে, তাহলে ঘটবে মহা বিপদ।
শ্রাবণ মাসের প্রতি শনিবার যদি এই নিয়মটি পালন করতে পারেন, আপনার সংসারে কোনদিন কোন সমস্যা হবেনা। অর্থনৈতিক সমস্যা যদি বহুদিন ধরে কাটতে না চায় তাহলে এই সহজ টোটকাটি করে দেখুন। বিশেষজ্ঞরা বলছেন, যারা বাড়ি বানানোর সময় বাস্তু মেনে বানাতে পারেননা, তাদের সংসারের নানান রকম অশান্তি লেগে থাকে তারাই ছোট্ট টোটকা করে দেখতে পারেন।