Skin Care: ত্বক ফর্সা করতে আলুর ফেসপ্যাক যেভাবে অ্যাপ্লাই করবেন
আলু খুব ভালো ত্বকের জন্য। আলু প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করে। জেনে নিন আলুর পেস্ট দিয়ে কিভাবে ত্বক সুন্দর হবে।
উপকরণ-
১) ৪ টেবিল চামচ আলুর রস
২) ২ চা চামচ চালের গুঁড়া
৩) পরিমান মত কাঁচা দুধ
ফেসপ্যাকটি তৈরীর পদ্ধতি –
প্রথমে দুটি মাঝারি সাইজের আলু ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে, এরপর আলুর পেস্ট তৈরি করে নিন। এবার একটি পরিষ্কার পাতলা কাপড়ে আলুর পেস্ট নিয়ে ভালো ভাবে আলুর রস বের করে নিয়ে এবার একটি পাত্রে আলুর রস, চালের গুঁড়া সহ অন্যান্য উপাদান মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে ফেসপ্যাক ব্যবহারের আগে মুখ কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটি ঘষে ঘষে মুখের ওপর লাগিয়ে নিয়ে ১০ মিনিট আলতোভাবে ঘষে ঘষে স্ক্রাব করে নিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। মিশ্রণটি ঘষে ঘষে তুলে নিয়ে সবশেষে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।
উপকারিতা-
ত্বককে কোমল ও মসৃণ হবে। ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করে। ত্বকের ডার্ক সার্কেল দূর করে ত্বক টান টান হবে। ত্বককে আরো সুন্দর করে তোলে।