Lifestyle: ঘরের দেওয়ালে ঘড়ি রাখুন নিয়ম মেনে, অর্থনৈতিক জটিলতা একেবারে কমে যাবে
প্রত্যেকটি বাড়িতেই একটি অপরিহার্য উপাদান হলো ঘড়ি। ঘড়ি ছাড়া আমরা সময় দেখতে পারি না। আর সময় যদি না দেখতে পারি, তো আমাদের সব কাজে যেন একেবারে উল্টো পাল্টা হয়ে যায়, কিন্তু আপনি কি জানেন, এই ঘড়ি দেওয়ালে রাখারও একটি সঠিক নিয়ম আছে। এই সঠিক নিয়ম যদি পালন করতে না পারেন, তাহলে আপনার জীবন কিন্তু অন্ধকারে ডুবে যেতে পারে। বাস্তু বিশেষজ্ঞের মতে, কয়েকটি বিশেষ নিয়মে আপনি বাড়িতে ঘড়ি রাখবেন।
১) বাস্তু বিশেষজ্ঞের মতে, বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে ভুল করে কোনো রকম ঘড়ি লাগানো উচিত নয়। বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন, বাড়ির পূর্ব-পশ্চিম দেওয়ালে অথবা উত্তর দিকে মুখ করে ঘড়ি রাখা একান্তই প্রয়োজনীয়। এটা করলে ইতিবাচক শক্তি আপনার গৃহে দিকে ধেয়ে আসবে, আর নেগেটিভ শক্তিরা দূরে পালিয়ে যাবে।
২) বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন, যে ঘরে বিছানায় থাকবে। সেই ঘরে কখনো ঘড়ি লাগানো উচিত নয়। এখন ঘড়ির সময় দেখার জন্য মোবাইল ফোন আছে, তাই প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করুন। কিন্তু কখনোই শোওয়ার ঘরে ঘড়ি লাগানো উচিত নয়।
৩) ঘরে কখনো বন্ধ ঘরে রাখা উচিত নয়, বন্ধ ঘড়ি থাকলে আপনার জীবনের নানা বিধ অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বন্ধ ঘড়ি নৈব নৈব চ। এছাড়া ভাঙ্গা ঘরে ঘরে ভাঙা কাঁচ রাখা কখনই উচিত নয়, এতে সুখ-শান্তি দূরে পালাবে।
৪) দরজার সামনে কোনো ভাবেই ঘড়ি রাখা উচিত নয়, সদর দরজার একেবারে সামনে কখনো ঘরে রাখা উচিত নয়। সদর দরজার একটু আশেপাশে অবশ্যই ঘরে রাখতে পারেন।
Hoophaap কোনরকম কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছে না। তাই মন থেকে বিশ্বাস না থাকলে এগুলো করবেন না। যদি মনে বিশ্বাস থাকে তবে এগুলো মেনে চলতে পারেন। আপনার জীবন পরিবর্তন হবে এই সমস্ত টোটকায়।