Hoop Life

Lifestyle: বাস্তুদোষ কাটবে সহজে; ঘি দিয়ে করুন সহজ-সরল টোটকা

অনেক সময় বুঝতে পারিনা আমাদের বাস্তু দোষ থাকে বলে আমাদের নানান রকম সমস্যা হয়। বাড়ি তৈরি করার সময় অনেকেই বাস্তু মেনে বাড়ি তৈরি করি না, নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। মানসিক চাপ, শারীরিক চাপ, অর্থনৈতিক নানা কারণে বাস্তব সমস্যা হতে পারে। ঘরের পজিটিভ এনার্জিকে বাড়ানোর জন্য অবশ্যই এই ছোটখাটো টোটকা আপনি বাড়িতেই করতে পারেন। সামান্য দেশী ঘি, কর্পূর দিয়েই এই টোটকা একেবারে সম্পন্ন হতে পারে।

সন্ধ্যেবেলা মাটির তৈরি পাত্রে নারকেল ছোপড়ার মধ্যে আগুন দিয়ে তার মধ্যে কর্পূর এবং ঘি দিয়ে ভালো করে দিতে হবে এবং এই ধুনো যদি আপনি সন্ধ্যেবেলা সারা ঘরে দিয়ে দেন তাহলে আপনার ঘরের নেগেটিভ এনার্জি সমস্ত পালিয়ে যাবে। এইভাবে ধুনো দিলে আপনার জীবনে শান্তি নেমে আসবে। তবে একটুখানি ভেবে চিন্তে আপনাকে ধুনো দিতে হবে।

ধুনো দেওয়ার সময় আপনাকে পরিষ্কার কাপড়ে শুদ্ধ বস্ত্রে এই নিয়ম গুলি মেনে চলতে হবে। ধুনো দিলে আপনার ঘরের মধ্যে থাকা জীবাণু একেবারে ধ্বংস হয়ে যাবে, যার ফলে রোগবালাই সহজেই পালিয়ে যাবে। রোগ বালাই যদি না হয় তাহলে মানসিক দিক থেকেও আপনি অনেকটা ভালো থাকবেন।