Lifestyle: ভাগ্য ফেরাতে বাড়ির এই স্থানে গণেশ মূর্তি রাখতে হয়
গণেশ হলেন সিদ্ধিদাতা। গনেশকে যদি নিয়ম করে পুজো করা যায়, তাহলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, আর আপনি যদি আর্থিক সমস্যা থেকে একবার কাটিয়ে উঠতে পারেন, তাহলে দেখবেন আপনার কোনো রকম কোনো সমস্যা থাকবে না, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা দূর হবে নিমিষের মধ্যে। Hoophaap এর পাতায় দেখে নিন এই বাস্তু টিপস –
বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন, গৃহের উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকের দেওয়ালে আপনি গণেশের মূর্তি অথবা গণেশের ছবি লাগাতে পারেন। যা আপনার জন্য অত্যন্ত শুভ। বাস্তু মতে শোওয়ার ঘর, লন্ড্রী অথবা গ্যারেজে কিংবা সিঁড়ির নিচে, বাথরুমের কাছাকাছি দেওয়ালে গণেশ মূর্তি কখনোই রাখা উচিত নয়, গৃহের দক্ষিণ দেওয়ালে কখনোই গণেশ মূর্তি রাখা উচিৎ নয়, আমাদের নেগেটিভ শক্তি কাজ করে, সেখানে কখনোই ঈশ্বরের স্থান হতে পারেনা।
প্রতি বুধবার নিয়ম করে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হবে, তবে গণেশের সঙ্গে মা লক্ষ্মীকেও রাখবেন এবং যদি সময় থাকে তো সপ্তাহে প্রতিদিন এইভাবে নিয়ম করে গণেশ লক্ষ্মীর পুজো করতে পারলে, আপনার জীবনের সমস্ত আর্থিক দুর্দশা কেটে যাবে নিমেষের মধ্যে। যদি সম্ভব হয় গৃহে সাদা গণেশের মূর্তি রাখতে পারেন, এই সাদা গণেশ মূর্তি আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে আপনাকে দূর করে দেবে। আর পুজো করার সময় অবশ্যই বলবেন –
‘ওম শ্রী গনেশায় নমঃ ‘