বাস্তুমতে যেভাবে সিঁড়ি বানালে সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে
প্রত্যেকটি বাড়িতেই সিঁড়ি থাকবে। উপরে ঘর না হলেও ছাদে যাওয়ার জন্য সিঁড়ি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনি কি জানেন এই সিঁড়ি যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আপনার জীবনে ঘটতে পারে মহাবিপদ। তাই যারা নতুন বাড়ি করছেন তারা অবশ্যই বাস্তু মেনে বাড়ি করুন। বাড়ি করার সময় সিঁড়ির দিক, সিঁড়ির নানা অংশ কিভাবে তৈরি করবেন তা জেনে নিন কোন বাস্তু বিশেষজ্ঞের কাছ থেকে।
বাস্তু বিশেষজ্ঞরা বলে থাকেন সবসময় সিঁড়ি বিজোড় সংখ্যা হওয়া উচিত অর্থাৎ ১১,১৩,১৫,১৯। কখনো জোড় সংখ্যায় সিঁড়ি হওয়া উচিত নয়। এতে সংসারে অশান্তি, অর্থনৈতিক অনটন বৃদ্ধি পায়।
খেয়াল রাখতে হবে, দরজার একেবারে সামনেই যেন সিঁড়ি না থাকে। বাইরে থেকে কোন অতিথি এসেই যেন আপনার বাড়ির সিঁড়ি না দেখতে পায়।
বাড়ির মধ্যে সিঁড়ি যেন সর্বদা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঁচু হয়, এমনটা খেয়াল রাখতে হবে।
প্রধান সিঁড়ি যেন কখনোই না ঘোরানো হয়, সোজা সিঁড়ি আপনার সৌভাগ্যের প্রতীক।
ঘড়ির কাঁটার দিকে সিঁড়ির বাঁক হওয়া আপনার সৌভাগ্য ডেকে আনবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে বাঁক একেবারেই ভালোনা।
বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম দিকে সিঁড়ি হওয়া আপনার জন্য অনেক শুভ।
তবে খেয়াল রাখবেন, বাড়ির উত্তর-পূর্ব কোণে যেন কখনো সিঁড়ি না থাকে, এটি কিন্তু আপনার জন্য ভীষণ বিপদজনক।