Hoop Life

Lifestyle: প্রতিবেশীর কুনজর থেকে বাঁচতে বাড়িতে আনুন এই পাঁচটি গাছ

যদি নিয়মিত বাস্তু মেনে চলেন, তাহলে দেখবেন আপনার জীবন সত্যিই সুন্দর হয়ে যাবে এর জন্য আপনাকে কয়েকটা গাছ বাড়িতে কিনে আনতে হবে, অবশ্যই বাস্তু মেনে। তাই আর দেরি না করে দেখে ফেলুন কোন কোন গাছ আপনার গৃহের জন্য শুভ হবে। বাড়িতে কু নজর এড়িয়ে যেতে পারবেন।

১) গোলাপ ফুলের গাছ- বাড়িতে একটি গোলাপ ফুলের গাছ অবশ্যই লাগান। নববর্ষ উপলক্ষে গোলাপ ফুলের একটি গাছ তো আনতেই হবে। লাল টুকটুকে গোলাপ দিয়ে বাড়ি সাজালে আপনার বাড়ির মধ্যেও পজিটিভ এনার্জি প্রবেশ করবে।

) গাঁদা ফুলের গাছ – শীতকালে অনেকেই গাঁদা ফুল আনে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, গাঁদা ফুল অত্যন্ত শুভ ফুল আপনার জন্য গাঁদা ফুলের গাছ অন্তত একটি বেলকনিতে ছাদে বাগানে উঠোনে রাখতে পারেন।

) তুলসী গাছ – আমাদের হিন্দুদের প্রত্যেকের বাড়িতে একটি করে তুলসী গাছ অবশ্যই থাকবে, কিন্তু যাদের বাড়িতে এখনো পর্যন্ত একটি তুলসী গাছ নেই অবশ্যই একটি তুলসী গাছ নিয়ে আসুন এবং নিয়ম করে সকাল সন্ধ্যা তুলসী পুজো করুন।

৪) ক্রাসুলা ওভাটা – গাছটি হয়ত অনেকেই চিনবেন না কিন্তু নার্সারিতে গেলে খুব সহজেই পেয়ে যাবেন, গাছটি খুব কম জায়গার মধ্যে কম যত্নেই বেড়ে উঠবে, অসাধারণ এই গাছটি এই গাছটি নববর্ষের দিন, একটা অন্তত কিনে আনুন এটি বাড়ির জন্য অত্যন্ত শুভ গাছ।

৫) অ্যালোভেরা গাছ – বাড়িতে একটি অন্তত অ্যালোভেরা গাছ অবশ্যই রাখবেন। অ্যালোভেরার যে শুধু বাস্তুসম্মত গুন আছে, তাই নয় এটি চিকিৎসা শাস্ত্রেও কাজে লাগে অ্যালোভেরার রস, শরীরের জন্য খুবই ভালো এছাড়াও ত্বক চুলের জন্য ভীষণ উপকারী।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Related Articles