Hoop Life

Lifestyle: বাড়ি থেকে আজই দূর করুন এই পাঁচটি গাছ, নাহলে ঘনিয়ে আসবে অমঙ্গলের ছায়া

আপনার কি গাছ লাগানোর শখ? রাস্তাঘাটে যে কোন গাছ দেখলেই মনে হয় কিনে নিয়ে যাই? বাড়িতে লাগাই কিন্তু বাস্তু বলছে, আপনি যদি বাস্তুর না মেনে আপনার বাড়িতে গাছ লাগান। তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি থমকে যাবে। অর্থনৈতিক সংকট আপনাকে গ্রাস করবে আর যদি বাড়িতেই গাছগুলো এখনো থেকে থাকে, তাহলে আজকেই কেটে বাদ দিন। আমাদের Hoophaap এর পাতায় দেখে নিন, কোন সেই পাঁচটি গাছ, যে গাছ আপনার জীবনকে ছারখার করে দিতে পারে।

১) বাড়িতে কখনো সক্রিয় কাঁটা জাতীয় গাছ রাখবেন না, এই গাছ আপনার জীবনকে একেবারে নষ্ট করে দিতে পারে। বাড়ির আশেপাশে ক্যাকটাস গাছ রাখা একেবারেই উচিত না, বা ফনিমনসা গাছ যদি তাকে তৎক্ষণাৎ কেটে বাদ দিয়ে ফেলুন।

২) আমরা অনেক সময় বনসাই গাছ বাড়ি সাজানোর জন্য রেখে থাকি। কিন্তু বাস্তু মতে, এই বনসাই গাছ আপনার জন্য একেবারেই ভালো নয়, আপনার অর্থনৈতিক সংকটকে আরো ডেকে আনবেন, আপনি যদি বাড়িতে বনসাই গাছ রাখেন।

৩) বাড়িতে কখনোই বট বা অশ্বত্থ গাছ রাখা উচিত নয়, আমরা অনেক সময় দেখি মন্দিরের আশেপাশে গাছগুলি থাকতে, মন্দিরের জন্য এটি শুভ কিন্তু আপনার গৃহে কখনোই এই গাছকে রাখবেন না।

৪) বাড়িতে কখনো খেজুর গাছ রাখা উচিত নয়, আমরা অনেক সময় খেজুর পাবো বলে খেজুর গাছ রেখে থাকি, কিন্তু কখনোই খেজুর গাছ আপনার জন্য একেবারেই শুভ হবে না।

৫) বাড়িতে কখনোই তেঁতুল গাছ রাখা উচিত না, আমরা অনেক সময় তেঁতুল গাছ লাগিয়ে থাকি আমাদের বাগানে, কিন্তু আপনি কি জানেন বাস্ত বিশেষজ্ঞরা বলছেন, তেঁতুল গাছ আপনার গৃহের জন্য একেবারেই শুভ নয়।

Disclaimer: প্রতিবেদনটি বাস্তুশাস্ত্র সংক্রান্ত তথ্য ও অনুমানের ভিত্তিতে রচিত। কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের অভিপ্রায় নয়।

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক