whatsapp channel

Lifestyle: নতুন বছরে সকালবেলা ঘুম থেকে উঠেই করুন এই পাঁচটি কাজ

আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান বা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে চান বা যে কোন অর্থনৈতিক সমস্যাকে আপনি যদি দূর করতে চান, তাহলে নিচে বলা পাঁচটি সহজ কাজ করুন।…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান বা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে চান বা যে কোন অর্থনৈতিক সমস্যাকে আপনি যদি দূর করতে চান, তাহলে নিচে বলা পাঁচটি সহজ কাজ করুন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে করবেন তাহলে দেখবেন আপনার জীবন অনেকটা সুন্দর হয়ে যাবে, আমরা অনেক সময় সকাল বেলা উঠে এমন কিছু কাজ করি যার জন্য কিন্তু আমাদের জীবনটা একেবারে নরম হয়ে যায় তাই আর দেরি না করে অসাধারণ টিপস।

Advertisements

১) নিয়মিত তুলসী গাছে জল দিন। সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার বস্ত্রে তুলসী গাছের গোড়ায় জল দিন। আর প্রণাম মন্ত্র জপ করুন, দেখবেন মা তুলসীর কৃপায় আপনার জীবন অনেকটা পাল্টে যাবে।

Advertisements

২) নিয়মিত সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলুন। স্নান সেরে ফেলে পরিষ্কার হয়ে কাজ শুরু করলে, দেখবেন আপনার দিন কত সুন্দরভাবে চালিত হয়েছে।

Advertisements

৩) ঘুম থেকে সকালবেলা উঠে আপনাকে কয়েকটা গান শোনার কথাও বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। আপনি যদি আপনার পছন্দের কোনো গান বা ভগবানের কোন নাম গান শুনে আপনি আপনার সকালটা শুরু করতে পারেন, তাহলে দেখবেন সারাদিনের কাজের এনার্জি আপনি সকালেই পেয়ে যাচ্ছেন।

Advertisements

৪) ঘুম থেকে সকালে উঠে পাখিদের খাওয়াতে পারেন, কালো কাককে যদি রুটি খাওয়াতে পারেন, তাহলে আপনি শনিদেবকে তুষ্ট করতে পারেন।

Lifestyle: নতুন বছরে সকালবেলা ঘুম থেকে উঠেই করুন এই পাঁচটি কাজ

৫) সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতেই হাতজোড় করে প্রণাম মন্ত্র জপ করুন। আপনি যে ঈশ্বরে বিশ্বাসী সেই ঈশ্বরের প্রণাম মন্ত্র জপ করলে, সারাদিনের কাজ করার এনার্জি আপনি সকালবেলায় অর্জন করতে পারবেন সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণাম করতে পারেন।

Lifestyle: নতুন বছরে সকালবেলা ঘুম থেকে উঠেই করুন এই পাঁচটি কাজ

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক