Hoop Life

ঘর থেকে টিকটিকি দূর করুন ছয়টি প্রাকৃতিক উপায়ে

টিকটিকি খুব একটা অপকারী প্রাণী নয়, ঘরের পোকামাকড় কীটপতঙ্গ খেয়ে ঘর পরিষ্কার রাখতে আমাদের সাহায্য করে। তবে অনেকেই বাড়িতে টিকটিকি থাকুক এটা পছন্দ করেননা। তার জন্য বাড়িতে নিয়ে আসুন কয়েকটা ঘরোয়া উপাদান যা রাখলে সহজেই টিকটিকি পালিয়ে যাবে।

তেজপাতা -»
ঘরে ধুনো দেওয়া সময় তখন যদি একমুঠো তেজপাতা পোড়ানো যায়, তাহলে টিকটিকি চলে যাবে। পোড়া তেজপাতার গন্ধটি থেকে একেবারেই সহ্য করতে পারেনা।

গোলমরিচ গুঁড়ো -»
গোলমরিচ গুঁড়ো জলের মধ্যে গুলে নিয়ে যেখানে যেখানে টিকটিকি আসে, সেখানে এই জল স্প্রে করুন। গোলমরিচের গন্ধ টিকটিকি একদম সহ্য করতে পারেনা।

ডিমের খোসা-»
যেখানে টিকটিকি আসে সেই জায়গায় ডিমের খোসা গুঁড়ো করে রেখে দিন টিকটিকি আসবেনা।

পেঁয়াজ খোসা -»
পেঁয়াজের খোসার উগ্র গন্ধ টিকটিকি আসেনা। শুকনো খোসা যদি অসুবিধা হয়, তাহলে জলের মধ্যে খোসা ফুটিয়ে সেই জল যদি স্প্রে করা হয়, তবে টিকটিকি আসে না।

রসুন-»
রসুনের উগ্র গন্ধ টিকটিকিকে ঘরে থাকতে দেয়না। এই রসুনের কোয়া ঘরের কোণে যদি রাখা যায়, তবে টিকটিকি আসেনা।

তামাক পাতা-»
তামাক পাতার সাথে যদি কফি মিশিয়ে নিয়ে পোড়ানো যায়, তবে টিকটিকি আসেনা। এর উগ্র গন্ধ টিকটিকি কে আসতে দেয়না৷

Related Articles