কঙ্গনার সঙ্গে শিবসেনার বিরোধের কারণ শুধুই সুশান্ত, নাকি রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য!
গতকালই কঙ্গনার সঙ্গে বিবাদ শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউৎ। কিন্তু সম্মুখ সমর থেকে খান্ত দিলেও শিবসেনা যে কঙ্গনার সঙ্গে ছায়া যুদ্ধ চালাতে প্রয়াসী, তার ইঙ্গিত পাওয়া গেল শিবসেনার মুখপত্র সামনায়। কঙ্গনাকে উদ্দেশ্য করে জলে থেকে কুমীরের সঙ্গে ঝামেলার প্রসঙ্গ টেনে আনা হল এবার।
সামনার প্রবন্ধটিতে লেখা হয়েছে– জলে থেকে কুমীরের সঙ্গে লড়াই করা যায় না অথবা নিজে কাচের ঘরে থেকে অন্যের ঘরে পাথর ছোঁড়া যায় না। যিনি ছুঁড়েছেন, তাঁর মুম্বই ও মহারাষ্ট্রের অভিশাপ লেগেছে।’
পাশাপাশি লেখাটিতে মারাঠী জাতীয়তাবোধের আবেগ এনেও বলিউড মনিকর্ণিকাকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। একদিকে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিজেপিতে যোগদান নিয়ে চলছে জোর জল্পনা তারই মাঝে যেন বারে বারে প্রস্ফুটিত হচ্ছে বিজেপি ও শিবসেনার রাজনৈতিক চাপানউতোর। সুশান্ত কি তবে রাজনৈতিক ইস্যুতে পরিণত হলেন! রয়েই গেল গভীর প্রশ্ন।