কেরিয়ারে এগিয়ে গেলেও টেলিভিশনের অভিনয় পরিচিত করেছে যেসব অভিনেত্রীদের
টেলিভিশন ছেড়ে ফিল্মের দিকে এগিয়ে গেলেও আজও কয়েকজন অভিনেত্রী রয়েছেন যাঁদের প্রথম সিরিয়াল মানুষ ভুলতে পারেননি। এখনও তাঁদের অভিনীত সিরিয়ালের নাম লোকের মুখে মুখে ফেরে। প্রথমেই আসা যাক ঋতাভরী চক্রবর্তী (Ritabhari chakraborty)-র কথায়।
‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ও আরও কয়েকটি ফিল্মে অভিনয় করলেও ঋতাভরী অভিনীত সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’-র কথা এখনও দর্শকদের মুখে মুখে ফেরে। স্টার জলসায় সম্প্রচারিত ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালে ললিতার চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী। বৌভাতের রাতেই শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতে চাওয়া ললিতা পরবর্তীকালে তার শাশুড়ি মায়ের অন্যতম ভালো বন্ধু হয়ে ওঠে। ললিতার চরিত্রে ঋতাভরীর সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।
স্টার জলসায় ‘ওগো বধূ সুন্দরী’-র সঙ্গেই পাল্লা দিয়ে সম্প্রচারিত হত ‘বৌ কথা কও’ । দুটি সিরিয়ালের নির্মাতাই ছিলেন রবি ওঝা (Rabi ojha)। ‘বৌ কথা কও’-তে অপাপবিদ্ধ সরল মেয়ে মৌরি দর্শকদের মন কেড়ে নিয়েছিল। মৌরির ভূমিকায় অভিনয় করেছিলেন মানালি দে (Manali dey)। এরপর মানালি বহু ফিল্ম ও সিরিয়ালে অভিনয় করলেও দর্শকদের কাছে তিনি মৌরিই রয়ে গিয়েছেন। মধুমিতা সরকার (madhumita sarkar) বর্তমানে ফিল্মে অভিনয় করলেও ‘কুসুমদোলা’ সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র ইমন অথবা ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে মধুমিতার অভিনয় আজও দর্শক মনে রেখেছেন। এখনও অবধি দর্শকদের একাংশ মধুমিতাকে পাখি নামেই চেনেন।
বহু সিরিয়ালে অভিনয় করার পর সম্প্রতি ফিল্মে হাথেখড়ি হয়েছে ঐন্দ্রিলা সেন (oindrila sen)-এর। কিন্তু এখনও অবধি তাঁর অভিনীত ‘সাত পাকে বাঁধা’-র দুষ্টু চরিত্রটি দর্শকদের মনে গেঁথে রয়েছে। সন্দীপ্তা সেন (sandipta sen) টেলিভিশনের পর্দায় একের পর এক সিরিয়ালে অভিনয় করে যাচ্ছেন। কিন্তু তাঁর প্রথম সিরিয়াল ‘দুর্গা’-য় তাঁর অভিনয় দর্শকরা এখনও মনে রেখেছেন। ফলে অনেকেই এখনও তাঁকে দুর্গা নামেই চেনেন।