Bengali SerialHoop Plus

Aindrila Sharma: মেয়ের মৃত্যুর পর এক সপ্তাহ পার, কেমন আছে ঐন্দ্রিলার পরিবার!

এক সপ্তাহ হল মেয়েটা নেই সবার সঙ্গে। গত রবিবারই তো শোকের ছায়ায় গা ঢাকা দিয়ে কেঁদেছিল গোটা বাংলা। তবুও যেন এখনো সবার মনে মাঝে রয়ে গেছেন ‘ফাইটার’ ঐন্দ্রিলা (Aindrila Sharma)। গত রবিবার মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছিল গোটা পরিবার, নিস্তব্ধ নির্বাসনে নিজেকে ঠেলে দিয়েছিলেন বন্ধু সব্যসাচী (Sabyasachi Choudhury)। কিন্তু এই ঘটনার এক সপ্তাহ পর কেমন আছেন ঐন্দ্রিলার মা-বাবা-দিদি? কেমন আছেন বন্ধু সব্যসাচী? কেমন আছে ঐন্দ্রিলার প্রিয় দুই পোষ্য তোজো-বোজো?

দীর্ঘ ২০ দিনের লড়াই শেষে গত রবিবার দুপুরেই নিস্তেজ হয়ে পড়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পার্থিব শরীর। ঠিক তারপরেই যেন শোকে বিহ্বল হয়েছিল গোটা বাংলা। শহর থেকে গ্রাম-বাংলা সব জায়গায় শোনা গিয়েছিল, ‘আরেকটু থাকলে পারত মেয়েটা’। নীরবতায় ডুবে গিয়েছিলেন ঐন্দ্রিলার মনের মানুষ সব্যসাচী চৌধুরী। বাবা-মা’কে সামলাতে শক্ত হয়েছিলেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য শর্মাও (Aishwarya Sharma)। কিন্তু একটা সপ্তাহ কেটে গেলেও এখনো কেউ সেভাবে জীবনের সঙ্গে জুড়ে উঠতে পারেনি। সবার চোখের সামনে যেন এখনো জীবন্ত ঐন্দ্রিলার ওই মিষ্টি হাঁসি। তাই গত কয়েকদিন ধরেই বুনুর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেছেন তার দিদি ঐশ্বর্য। গত ৪ সপ্তাহে ধরে সবাইকে সামলানোর দায়িত্ব নিলেও ভেতর ভেতর যে তিনিও ভেঙে পড়েছেন, তা তার ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যায়। গতকাল রাতেই তিনি পোস্ট করেছেন তাঁর প্রিয় বুনুর একটি ভিডিও৷ যেখানে কফিকাপে ঠোঁট ছোঁয়াচ্ছেন ঐন্দ্রিলা৷ সঙ্গে তাঁর সেই পরিচিত হাসি৷

এদিকে সব্যসাচীর খবর জানিয়ে দু’দিন আগে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তার আরেক বন্ধু সৌরভ দাস। সেখানে তিনি লেখেন, ‘সব্যসাচী সুস্থ আছে। ওর সঙ্গে আছি আমি এবং থাকবো।’ এছাড়াও ঐন্দ্রিলার পরিবার প্রসঙ্গে ভুয়ো খবর ছড়ানোর বিষয়টিকেও তুলে ধরে তিনি লেখেন, ‘যারা ফেক নিউজ ছড়াচ্ছে তারা অসুস্থ। বিব্রত হবেন না।’

প্রয়ানের এক সপ্তাহ পরেও যে ঐন্দ্রিলা একইভাবে রয়ে গেছে সবার মাঝে, তা বেশ স্পষ্ট। তাই হয়তো হেরে যাননি ঐন্দ্রিলা, জিতে গেছেন সবকিছুকে। তাই আজও তার পরিচিত হাঁসি রয়ে গেছে জীবন্ত হয়ে, সকলের চোখের সামনে। রয়ে গেছেন ‘মৃত্যুঞ্জয়ী’ ঐন্দ্রিলা।

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা