বলিউডের জন্মলগ্ন থেকেই চলে আসছে তারকাদের মতো দেখতে মানুষদের খুঁজে বার করার চল। তবে সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না। পাড়ায় শোনা যেত, অমুক দেখতে দেব আনন্দ (Dev Anand)-এর মতো, তমুক দেখতে একদম সায়রাবানু (Sairabanu)। বাংলায় কোনো মেয়েকে যদি বলা হত সুচিত্রা সেন (Suchitra Sen)-এর মতো দেখতে, তার গর্বে মাটিতে পা পড়ত না। পুরুষরা নকল করতে চাইতেন উত্তম কুমার (Uttam Kumar)-কে। একসময় এল সেই যুগ যখন বলিউডে দরকার পড়ল ‘লুক-আ-লাইক’-এর। এর মাধ্যমেই বহু শিল্পী সুপরিচিত হয়েছিলেন। তাঁরা সিরিয়ালে অথবা ফিল্মে দেব আনন্দের অনুকরণ করতেন, কেউ বা করতেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর অনুকরণ। সোশ্যাল মিডিয়া আসার পর কখনও চুলের স্টাইল পরিবর্তন করে, মেকআপ ও আনুষঙ্গিক পরিবর্তনের মাধ্যমে অনেকেই তাঁদের প্রিয় তারকার আদলে নিজেদের সাজিয়ে তুলতে চান। বর্তমানে তাঁদের গালভরা নাম ‘ডোপলগ্যাঙ্গার’। এখনও অবধি ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর অনেকজন ডোপলগ্যাঙ্গার নেটদুনিয়ায় পরিলক্ষিত হয়েছে।
View this post on Instagram
এই তালিকায় প্রথমেই রয়েছেন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমনা ইমরান (Amna Imran)। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি আমনা একজন মেডিক্যাল প্রফেশনাল। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বর্তমানে তাঁরা পাকিস্তানের বাসিন্দা হলেও তাঁদের পূর্বপুরুষরা থাকতেন ভারতে। আমনার মা আফগান মহিলা।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়া সেনসেশন অমুজ অমৃতা (Amuj Amrita)। তিনি ঐশ্বর্য অভিনীত তামিল ফিল্ম ‘কান্ডুকোডাই কান্ডুকোডাই’-এর একটি দৃশ্য রিক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন।
মারাঠি অভিনেত্রী মানসী নায়েক (Mansi Nayek)-এর সাথে অনেকেই ঐশ্বর্য চেহারার মিল খুঁজে পান। মানসী নিজেও ঐশ্বর্যর আইকনিক লুক রিক্রিয়েট করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
2005 সালে সলমান খান (Salman Khan) অভিনীত ফিল্ম ‘লাকি : নো টাইম ফর লাভ’-এর মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন স্নেহা উল্লাল (Sneha Ullal)। তাঁর চেহারায় ছিল ঐশ্বর্য রাই-এর আদল।
View this post on Instagram
ইরানের মডেল মহলঘা জাভেরি (Mahalgha Javeri)-র ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাঁর চেহারার সাথে ঐশ্বর্যর মিল খুঁজে পেয়েছিলেন অনেকে।
View this post on Instagram
ইন্দোরের বাসিন্দা আশিতা রাঠোর (Ashita Rathor)-এর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। নেটিজেনদের একাংশের মতে, তাঁর চেহারার সাথে রয়েছে ঐশ্বর্যর মিল।