whatsapp channel

Mimi Chakraborty: ‘দুয়ারে সরকার’ প্রকল্পের কথা কেন মনে পড়ল মিমির!

‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের প্রথম সিজন সকলের মন কেড়ে নিয়েছিল। হিট হয়ে গিয়েছে ‘পঞ্চায়েত সিজন টু’। ইদানিং জিতেন্দ্র কুমার(Jeetendra Kumar)-এর কাছে প্রায়ই অনেকে জিজ্ঞাসা করছেন, কবে আসতে চলেছে ‘পঞ্চায়েত সিজন থ্রি’।…

Avatar

Advertisements
Advertisements

‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের প্রথম সিজন সকলের মন কেড়ে নিয়েছিল। হিট হয়ে গিয়েছে ‘পঞ্চায়েত সিজন টু’। ইদানিং জিতেন্দ্র কুমার(Jeetendra Kumar)-এর কাছে প্রায়ই অনেকে জিজ্ঞাসা করছেন, কবে আসতে চলেছে ‘পঞ্চায়েত সিজন থ্রি’। তৃতীয় সিজনটি কবে আসবে তা এখনও জানা যায়নি। তবে আপাতত ‘পঞ্চায়েত সিজন টু’ দেখে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র মনে পড়ে গিয়েছে ‘দুয়ারে সরকার’-এর কথা।

Advertisements

টুইটারে টুইট করে মিমি লিখেছেন, তিনি সম্প্রতি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি একটি ওয়েব সিরিজ দেখছিলেন। সেখানে এলাকার বিধায়কের কাছে সরাসরি পৌঁছাতে পারেন না গ্রামের মানুষ। এমনকি পঞ্চায়েত প্রধানেরও ক্ষমতা নেই বিধায়কের কাছে গিয়ে গ্রামের জন্য প্রয়োজনীয় রাস্তা তৈরির প্রস্তাব দেওয়ার। মিমির মতে, পশ্চিমবঙ্গের বিধায়ক, সাংসদ বা কোনো রাজনৈতিক দলের নেতারা এইরকম নন। তাঁরা সরাসরি মানুষের দরজায় পৌঁছে যান। এরপর নিজের কমেন্টের সাথে হ্যাশট‍্যাগ দিয়ে মিমি ‘দুয়ারে সরকার’ লিখেছেন। মিমি ওয়েব সিরিজের নাম না নিলেও সকলেই বুঝতে পারছেন এটি ‘পঞ্চায়েত সিজন টু’।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by OTTplay App (@ottplayapp)

Advertisements

‘পঞ্চায়েত সিজন টু’-তে দেখা গিয়েছে পঞ্চায়েত প্রধানের স্বামী বিধায়কের কাছে লাউ নিয়ে গিয়ে প্রয়োজনীয় রাস্তার কথা বললে তিনি পঞ্চায়েত প্রধানের স্বামীকে রেল অবরোধ করতে পাঠিয়ে দেন। এরপর ওই ভদ্রলোক গ্রেফতার হলে তাঁকে ছাড়িয়ে নিয়ে আসেন পঞ্চায়েত প্রধানের সচিব। ফলে বিধায়ক তাঁকে গালিগালাজ দেন। এরপরেও কাঁঠাল নিয়ে বিধায়কের সাথে দেখা করতে গিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের স্বামী। কিন্তু তাঁকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

Advertisements

‘পঞ্চায়েত সিজন টু’-তে জিতেন্দ্র কুমার ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা (Neena Gupta), রঘুবীর যাদব (Raghuvir Yadav) প্রমুখ।

whatsapp logo
Advertisements