বলিউডের দেবগণ পরিবারে এখন শোকের ছায়া।গতকাল অর্থাৎ ৫অক্টোবর অনিল দেবগণের তুতোভাই অনিল দেবগণ রাত ৮টা ৪৫ মিনিটে মারা যান।মাত্র ৪৫ বছর বয়সে তিনি প্রয়াত হন।যদিও কী কারণে অনিল দেবগণ মারা গিয়েছেন তা এখনও স্পষ্ট ভাবে পরিবারের কেউ জানাননি।
মঙ্গলবার অজয় দেবগণ নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের মৃত্যুর খবর শেয়ার করলেন।আর পাশাপাশি তিনি আরো লিখলেন,”ভাইকে মিস করব আমরা ৷ ওঁর আত্মার শান্তি কামনা করি ৷ এই মহামারির জন্যই কোনও শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি ৷ ’’
২০০২ সালে অনিল দেবগণের পরিচালনায় ‘রাজু চাচা’ ছবিতে অভিনয় করেছিলেন দাদা অজয়।এর পর আবার ২০০৫ সালে তাঁর পরিচালনায় ‘ব্ল্যাকমেল’ ছবিতে কাজ করেছিলেন অজয় দেবগণ ।এছাড়া অজয়ের অভিনয় করা বেশ কিছু ছবিতে তিনি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।’ জান’, ‘ ইতিহাস’, ‘পেয়ার তো হোনা হি থা’।এছাড়া ‘সন অফ সর্দার’ ছবিতে লিড রোলে ছিলেন দাদা অজয় আর বক্স অফিসে যা বেশ হিট করেছিল। সন অফ সর্দারে সহপরিচালকের ভূমিকায় ছিলেন ভাই অনিল।আর এই সিনেমায় অজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সঞ্জয় দত্ত এবং সোনাক্ষী সিনহা।
প্রসঙ্গত,গত বছর মে মাসেই অজয়-অনিলের বাবা অ্যাকশন পরিচালক বীরু দেবগণ প্রয়াত হয়েছেন।দেবগণ পরিবার ছাড়াও অনিল দেবগণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিষেক বচ্চন সহ পরিচালক মুকেশ ছাবড়া।
I lost my brother Anil Devgan last night. His untimely demise has left our family heartbroken. ADFF & I will miss his presence dearly. Pray for his soul. Due to the pandemic, we will not have a personal prayer meet🙏 pic.twitter.com/9tti0GX25S
— Ajay Devgn (@ajaydevgn) October 6, 2020