whatsapp channel

‘আমি যখন পেরেছি আপনারাও পারবেন’, নেশার অন্ধকারে ডুবে গিয়েও অনিন্দ্য ফিরে এসেছেন মূলস্রোতে

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), যিনি কিনা ছোট ও বড় পর্দার পরিচিত মুখ। মাঝখানে বহুদিন গায়েব ছিলেন। এবং সেই গায়েব থাকার কারণ বড্ড কঠিন। সেইসময় তার নিয়মিত ঘর বদল হতো।…

Avatar

HoopHaap Digital Media

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), যিনি কিনা ছোট ও বড় পর্দার পরিচিত মুখ। মাঝখানে বহুদিন গায়েব ছিলেন। এবং সেই গায়েব থাকার কারণ বড্ড কঠিন। সেইসময় তার নিয়মিত ঘর বদল হতো। কখনো এই নেশা মুক্তি কেন্দ্র তো কখনো ভিন্ন কেন্দ্র, অর্থাৎ রিহ্যাব সেন্টার।

সম্প্রতি, নেশা থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে এনে জীবনে বেচেঁ থাকার কারণ খুঁজে পেয়েছেন। ছোট পর্দায় তাকে মাঝেমধ্যে দেখাও যায়। বাংলার বিভিন্ন রিয়্যালিটি শোতে এসে বহুবার নিজের অতীত জীবন নিয়ে কথা বলেছেন। আবারও এক কেন্দ্রে গিয়ে নিজের অতীত জীবনের রোমহর্ষক কথা তুলে ধরেন।

অনিন্দ্যর পরিসংখ্যান অনুযায়ী তিনি ২৯ বার রিহ্যাব সেন্টারে গিয়েছেন। ৩০ বারের বার নিজেকে মুক্ত করতে পেরেছেন। আজ টানা ১৪ বছর নেশার ধারে কাছে ঘেঁষেন না তিনি। সম্প্রতি এক কেন্দ্রে গিয়েছিলেন তিনি। যারা কেন্দ্রে ভর্তি তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমি যখন পেরেছি আপনারাও পারবেন। শুধু মনপ্রাণ ঢেলে চেষ্টা করুন। লড়ে যান দাঁতে দাঁত চেপে। জীবন হাত বাড়িয়ে দেবেই।’’

কলকাতার নেশামুক্তি কেন্দ্রে দাড়িয়ে সেখানকার মানুষদের উৎসাহ দেন। প্রেরণা দেন জীবনে চলার পথে। এদিন তিনি এও বলেন, নেশা থেকে মুক্তি পাওয়া একদিনে সম্ভব নয়, বরং এই ব্যাপারে তিনি বলেন, ‘একেবারেই নয়। তা হলে তো আমি দেবতা বা অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ হয়ে যেতাম! নেশার কবল থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা যে কী কষ্টের সেটা আমি জানি। তাই নিজের জীবন নিয়ে আমি সব সময়েই অনর্গল। আশা, যদি এক জনও তাতে অনুপ্রাণিত হয়ে জীবনের পথে ফিরে আসেন।’’

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media