whatsapp channel

Anjali Arora: ফাঁস হয়ে গেল অঞ্জলির অরোরার এই গোপন ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু ভাইরাল হয়, কখনো নাচের ভিডিও, কখনো গানের ভিডিও, কখনো শিক্ষামূলক ভিডিও, কখনো দুর্ঘটনাজনিত ভিডিও নানান রকম আনন্দের মুহূর্তের ভিডিও, বিয়ে বাড়ির ভিডিও খাওয়া-দাওয়ার ভিডিও…

Shreya Chatterjee

Shreya Chatterjee

বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু ভাইরাল হয়, কখনো নাচের ভিডিও, কখনো গানের ভিডিও, কখনো শিক্ষামূলক ভিডিও, কখনো দুর্ঘটনাজনিত ভিডিও নানান রকম আনন্দের মুহূর্তের ভিডিও, বিয়ে বাড়ির ভিডিও খাওয়া-দাওয়ার ভিডিও আরো কত কি। বর্তমানে মানুষের হাতে একটা মুঠোফোন থাকলেই মানুষকে আর একা থাকতে দেয় না, কারণ এর মধ্যে থাকা নানান রকম ভিডিও মানুষকে আনন্দ দিতে একেবারে প্রস্তুত। অনেক ঠাকুরমার ঝুলির গল্পের মতই ঝুলিতে গল্পের ভান্ডার কখনোই শেষ হয় না।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিভা থাকলেই রাতারাতি স্টার হয়ে যান সাধারণ মানুষ। ‘কাঁচা বাদাম’ এর নাচের ভিডিও বানিয়ে রাতারাতি সুপারস্টার হয়েছেন অঞ্জলি আরোরা। তাঁর জনপ্রিয়তার জন্য তিনি কঙ্গনা রানাউতের রিয়েলিটি শো লকআপে প্রতিযোগী হওয়ার সুযোগ পেয়েছিলেন।সোশ্যাল মিডিয়া চাইলে কি না করতে পারে, কত এমনি সাধারণ মানুষকে একেবারে সেলিব্রিটি করে তোলে। তার একমাত্র প্রমাণ হলো অঞ্জলি অরোরা।

‘হাওয়া মে উড়তা যায়ে মেরা লাল দুপাট্টা মাল মাল কা’ গানের সঙ্গে অসাধারণ নাচ পরিবেশন করলেন অঞ্জলি। মিষ্টি এমন মেয়ের অসাধারণ পোশাকে তাকে দেখতেও কিন্তু বেশ মিষ্টি লাগছে। অঞ্জলির নাচার সময় খুব একটা সাজগোজ করে না, তিনি যেহেতু এমনি খুব মিষ্টি তাই তাকে আর সাজতে হয়েও না,খোলা প্রান্তরের মাঝখানে তার এই প্রকাশ্য রাস্তায় নাচ ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

অঞ্জলি অরোরায় ইন্টারনেটে কিন্তু খুবই একটিভ থাকেন, তিনি ইনস্টাগ্রাম এর মাধ্যমে নানান রকম পোজে ছবি তোলেন অথবা নিজের নাচের ভিডিও শেয়ার করেন। ভিডিওগুলি দেওয়ার সাথে সাথেই রীতিমতন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় তবে সবাই যে পজেটিভ মন্তব্য করেন, এমনটা নয়, নেগেটিভ মন্তব্য ধেয়ে আসে কমেন্ট বক্সে। আপনি কি ভিডিওটি দেখতে মিস করে গেছেন? তাহলে আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন অসাধারণ ভিডিওটি-

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক