BollywoodHoop Plus

Anjali Arora: ‘দো ঘুঁট মুঝে ভি পিলাদে’ হিন্দি গানের সঙ্গে উদ্যম নাচ অঞ্জলির, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু ভাইরাল হয়, কখনো নাচের ভিডিও, কখনো গানের ভিডিও, কখনো শিক্ষামূলক ভিডিও, কখনো দুর্ঘটনাজনিত ভিডিও নানান রকম আনন্দের মুহূর্তের ভিডিও, বিয়ে বাড়ির ভিডিও খাওয়া-দাওয়ার ভিডিও আরো কত কি। বর্তমান যুগে মানুষের প্রত্যেকটি জীবনের ঘটনার সঙ্গে একেবারে জড়িয়ে রয়েছে এই সোশ্যাল মিডিয়া । সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়া থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত মানুষকে কি করছেন না করছেন, তাই নিয়ে ব্লগ বানিয়ে বেশ রোজগার করছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

ঘরে বসেই নাচ, গান করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি শুরু হয়েছিল, গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের মধ্যে গৃহবন্দি হয়ে পড়েছিল সেই সময়। যখন মানুষের করার আর কিছুই ছিল না, তখন নিজের প্রতিভাকে খানিকটা ঝালিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছিলেন, আর সেই সময় অনেকেই ভাইরাল হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। রানু মন্ডল থেকে শুরু করে বাদাম কাকু কেউ বাদ নেই। বাদাম কাকুর ‘বাদাম বাদাম’ গানের সঙ্গে কোমর দুলিয়ে অঞ্জলি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছেন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে অঞ্জলি আরোরা নামে এক সুন্দরী নারী। তার নাচের জন্য পুরুষ হৃদয়ে রীতিমতন ঝড় উঠে গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বেশ ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা গেছে অন্তর্বাস পরে অঞ্জলি ছোট পোশাকে মাতিয়ে রেখেছেন তিনি। সহজেই ভিডিওটা পৌঁছে গেছে অনেক মানুষের কাছে। ‘দো ঘুট মুঝে ভি পিলাদে সারাবি’ গানের সাথে উদ্যম নাচলেন অঞ্জলি। ভিডিওটি দেওয়ার সাথে সাথেই, সকলে একবারে হট কেকের মতন লুফে নিয়েছেন। আর হবে নাই বা কেন?

এমন মিষ্টি মেয়ের ভিডিও দেখতে কার না ভালো লাগে। তবে বাদাম বাদাম এর সাথে নেচেই তো তিনি সকলের কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে সম্প্রতি হিন্দি গানের সঙ্গে নিয়েছে তিনি আবারও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছেন বেগুনি রঙের অন্তর্বাস নীল ডেনিম জিন্সের সাথে তাকে দেখতে লাগছে অসাধারণ। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ ভিডিও:

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক