Ankita Mallick: শুভশ্রী-দিতিপ্রিয়া বাদ, ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতাই হতে চলেছেন জি বাংলার দুর্গা?
বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ হয়ে উঠেছে বেঙ্গল টপার। প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-কে হারিয়ে ‘জগদ্ধাত্রী’ উঠে এসেছে প্রথম স্থানে। সাধারণ পরিবারের মেয়ে জগদ্ধাত্রীর কাহিনী দিয়ে ধারাবাহিকের চিত্রনাট্য বোনা হলেও পরবর্তীকালে সামনে আসে নায়িকার প্রকৃত পরিচয়। ‘জগদ্ধাত্রী’ নয়, সে জ্যাস স্যান্যাল, পুলিশের দুঁদে অফিসার। অ্যাকশনে পরিপূর্ণ ধারাবাহিকে জগদ্ধাত্রী ওরফে জ্যাসের ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। তবে আসন্ন মহালয়ার সকালে তাঁকে ভিন্ন রূপে দেখতে চলেছেন আপামর বাঙালি। স্টুডিওপাড়ার অন্দরের গুঞ্জন, জি বাংলায় মহালয়ার সকালে মা দুর্গার রূপে দেখা যাবে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতাকে।
এই প্রসঙ্গে এবার মুখ খুললেন অঙ্কিতা। মহালয়ার অনুষ্ঠানের অঙ্গ হতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত অঙ্কিতা জানালেন, কোন দেবীর রূপে তাঁকে দেখা যাবে তা এখনও নিজেও জানেন না তিনি। অপরদিকে স্টুডিওপাড়ার একাংশের মত, জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে মা দুর্গার রূপে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দিতিপ্রিয়াকে মহালয়ার সকালে দেবী পার্বতীর রূপে দেখা গিয়েছিল। অঙ্কিতার অ্যাকশন নির্ভর পারফরম্যান্স দর্শকদের যথেষ্ট পছন্দের। ফলে মা দুর্গার রূপে তাঁর হাতে ত্রিশূল দেখলে অনেকেরই ভালো লাগবে। অপরদিকে ‘জগদ্ধাত্রী’-র যাত্রাপথ ক্রমশ সহজ হচ্ছে। এই ধারাবাহিকের কাহিনী দর্শকদের পছন্দ হয়েছে।
উপরন্তু জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূর জুটিও দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি। স্বয়ম্ভূর চরিত্রে অভিনয় করছেন সৌম্যদীপ (Soumyadip)। শোনা যাচ্ছে, অনস্ক্রিন রসায়নের পাশাপাশি তৈরি হয়েছে অঙ্কিতা ও সৌম্যদীপের অফস্ক্রিন রসায়ন। এই গুঞ্জনে ইন্ধন যুগিয়েছে তাঁদের একাধিক ইন্সটাগ্রাম রিল। তবে সৌম্যদীপ ও অঙ্কিতা দুজনেই জানিয়েছেন, তাঁরা যথেষ্ট ভালো বন্ধু।
এর আগে একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন অঙ্কিতা। কিন্তু ‘জগদ্ধাত্রী’ বদলে দিয়েছে তাঁর কেরিয়ারের গতি। এই ধারাবাহিকটি বর্তমানে অঙ্কিতার কেরিয়ারে হয়ে উঠেছে মাইলস্টোন।
View this post on Instagram