‘অনুরাগের ছোঁয়া’-র মুকুটে জুড়লো নতুন পালক, কি বললেন সূর্য-দীপা!
একের পর এক ধারাবাহিক অফ এয়ার হয়ে যাচ্ছে। অধিকাংশ ধারাবাহিকের টিআরপি যথেষ্ট কম। ফলে চ্যানেল কর্তৃপক্ষ তা অফ এয়ার করে নতুন ধারাবাহিক শুরু করছেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ ইদানিং জোরদার টক্কর দিচ্ছে জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-কে। এই ধারাবাহিকটিও সমান জনপ্রিয়। তবে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি বেঙ্গল টপার তো বটেই, স্লট লিডারও। একের পর এক ধারাবাহিক যখন টিআরপির অভাবে অল্প দিনের মধ্যেই অফ এয়ার হয়ে যাচ্ছে, তখন গুটি গুটি পায়ে চারশো পর্ব অতিক্রম করল ‘অনুরাগের ছোঁয়া’। চারশো পর্বের উদযাপনে চ্যানেলের তরফ থেকে পাঠানো কেক কেটে সেলিব্রেশন করলেন ‘অনুরাগের ছোঁয়া’-র দীপা, সূর্য সহ অন্যান্য কূশীলবরা।
এমনকি এদিন ধারাবাহিকের সেটে উপস্থিত ছিলেন তাঁদের অনুরাগীরাও। নায়ক-নায়িকার সাথে প্রচুর সেলফি তুলেছেন তাঁরা। ‘অনুরাগের ছোঁয়া’-র চারশো পর্ব অতিক্রম প্রসঙ্গে সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta) বললেন, বর্তমান সময়ে কোনো ধারাবাহিকের চারশো পর্ব অতিক্রম যথেষ্ট বড় আশীর্বাদ। দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদের ফলেই তা সম্ভব হয়েছে বলে মনে করেন দিব্যজ্যোতি। প্রারব্ধি সিংহ (Prarabdhi Sinha) জানালেন, তাঁদের সফর সহজ না হলেও তাঁরা সহজ করে তুলেছেন। দর্শকদের ভালোবাসাই তাঁদের ভালো কাজ করতে বাধ্য করে। এইভাবেই একসময় চার হাজার পর্ব পেরিয়ে যাবেন বলে আশাবাদী প্রারব্ধি।
দীপা ওরফে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)-এর মতে, দীপার জীবনের লড়াইয়ের মধ্যেও রয়েছে কিছু ভালো মুহূর্ত যেগুলি তাঁর কাছে অনেক দামি। ‘অনুরাগের ছোঁয়া’-র সফর তাঁকে অনেক কিছু শিখিয়েছে ও পরিণত করেছে বলে জানালেন স্বস্তিকা। লাবণ্য সেনগুপ্ত (Labanya Sengupta) ওরফে রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) মনে করেন, ‘অনুরাগের ছোঁয়া’-র দর্শকদের কাছে ধারাবাহিকটি অভ্যাসে পরিণত হয়েছে। টিমকে সাধুবাদ জানানোর পাশাপাশি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন রূপাঞ্জনা।
অর্কজিৎ (Arkajeet) বললেন, সকলে এক ধরনের আত্মীয়তায় বাঁধা পড়ে গিয়েছেন। ফলে ইদানিং শুট না থাকলে মন খারাপ করে।
View this post on Instagram