Hoop Life

Lifestyle: অশান্তি মিটিয়ে সংসারে সুখ-শান্তি ফিরে পেতে চান? আজই বাড়িতে লাগান এই গাছগুলি

বাড়িতে বাগান করার শখ অনেকেরই থাকে। কিন্তু আপনি যদি বাস্তু মেনে আপনার বাগানের গাছগুলো রোপন করতে পারেন, তাহলে শুধু যে আপনার বাগান দেখতে সুন্দর হবে তাই নয়, আপনার ভাগ্য সুন্দর হয়ে যাবে, আর ভাগ্য যদি একবার সুন্দর হয় তাহলে আপনার জীবন পাল্টে যাবে। তুলসী গাছের পরেই যে গাছকে শুধু বলে মনে করা হয়, তাহলেও কলাগাছ এই কলাগাছকে আপনি যদি নিয়ম মেনে রোপণ করতে পারে, তাহলে কিন্তু আপনার জীবন একেবারে পাল্টে যাবে। তবে কলা গাছকে কিন্তু কখনো বাড়ির সামনে রোপন করবেন না। সব সময় বাড়ির পিছন দিকে কলা গাছের জায়গাটি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এই গাছ রোপন করবেন। আর যদি পারেন সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ দেওয়ার সাথে সাথে কলা গাছের গোড়ায় একটি প্রদীপ দিতে পারেন। দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন কোন একটি গাছ আপনার জীবনকে পরিবর্তন করবে।

দাম্পত্য জীবন সুখী হবে, বাস্তুমতে বাড়িতে যদি একটি নিয়ম মেনে কলা গাছ রোপণ করেন তাহলে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক হয়। অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাবেন আপনি যদি নিয়ম মেনে বাড়িতে কলা গাছ রোপন করতে পারেন তাহলে আপনার জীবনে আর কোন অর্থনৈতিক সমস্যায় কাবু করতে পারবে না। বাড়িতে যদি শিশুরা থাকে শিশুদের খুব ভালো হবে এইভাবে আপনি বাড়িতে কলা গাছ রোপন করুন। বাড়িতে কলাগাছ থাকলে কোন মারণ রোগ আপনার পরিবারের কোনো সদস্য ছুঁতে পারবে না, বা আপনার পরিবারে যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে, তাহলে নিয়ম মেনে কলাগাছ রোপন করুন। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। কলা গাছ রোপন করার পদ্ধতি – বৃহস্পতিবার আপনার বাড়ির উত্তর-পূর্ব কোণে কলা গাছ রোপন করতে পারেন। তবে কলাগাছে কখনো বাড়ির সামনে রোপণ করবেন না, বাড়ির পিছনের অংশে কলাগাছকে রোপণ করতে পারেন, পিছনের অংশ খুব ভালো করে পরিষ্কার করে ফেলুন পরিষ্কার অংশই কলা গাছের উপর করবেন কলা গাছের আশেপাশে যেন কোনোভাবেই কোনো ময়লা-আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনার বাড়িতে যদি কলাগাছ থাকে তাহলে প্রতি সন্ধ্যেবেলা যেমন তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে দেন ঠিক তেমনি কলা গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। আপনার জন্য অত্যন্ত শুভসংকেত বয়ে নিয়ে আসবে।

তবে শুধুমাত্র কলা গাছই নয়, আপনি যদি বাড়িতে গোলাপ গাছ লাগাতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্যা চিরতরে কেটে যাবে।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।