whatsapp channel

Vastu Tips: বাস্তমতে বাড়িতে ঝাড়ু রাখুন সঠিক নিয়মে, সংসারে আসবে অর্থনৈতিক উন্নতি

আমরা প্রত্যেকেই বাড়ি পরিষ্কার করার জন্য ঝাড়ু রেখে থাকি। কিন্তু ঝাড়ু রাখার নিয়ম অনেকেই জানেন না, আপনি কি জানেন আপনি যদি ঝাড়ুকে একটু অন্যরকমভাবে রাখেন তাহলেই কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট…

Avatar

Advertisements
Advertisements

আমরা প্রত্যেকেই বাড়ি পরিষ্কার করার জন্য ঝাড়ু রেখে থাকি। কিন্তু ঝাড়ু রাখার নিয়ম অনেকেই জানেন না, আপনি কি জানেন আপনি যদি ঝাড়ুকে একটু অন্যরকমভাবে রাখেন তাহলেই কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। মা লক্ষ্মীকে কখনোই অসন্তুষ্ট করা যাবে না, তাহলে কিন্তু হতে পারে মহাবিপদ। তাই আর দেরি না করে Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

Advertisements

প্রথমত, বাড়িতে যখন ঝাড়ু ভেঙে যাবে, তখন সেই ঝাড়ুকে কোনভাবেই শুক্লপক্ষে কিনবেন না, নিয়ম অনুযায়ী, ঝাড়ু কেনা কৃষ্ণপক্ষে অত্যন্ত শুভ।

Advertisements

দ্বিতীয়ত, ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখতে নেই, এতে কিন্তু মা লক্ষ্মী ভয়ংকর রেগে যান, ঝাড়ুকে সবসময় শুইয়ে রাখবেন।

Advertisements

তৃতীয়ত, গৃহের উত্তর-পূর্ব দিকে কখনো ঝাড়ু রাখবেন না, ঝাড়ু রাখার উপযুক্ত জায়গা হল দক্ষিণ-পশ্চিম দিক।

Advertisements

চতুর্থত, বাস্তু মতে, শনিবার ঝাড়ু কেনার উপযুক্ত দিন, ঝাড়ু যদি নষ্ট হয়ে যায় তাহলে শনিবার দেখে ঝাড়ু কেন।

পঞ্চমত, সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া উচিত নয়, অন্যদিকে সূর্যোদয়ের পরে পরে আপনি যদি ঝাড়ু দিয়ে আপনার ঘর, বারান্দা, উঠোন পরিষ্কার করতে পারেন, এটিকে অনেক শুভ বলে মনে করা হয়।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

whatsapp logo
Advertisements