whatsapp channel

Skin Care Tips: ত্বকের জন্য যেকোনো হলুদ নয়, এই বিশেষ হলুদেই ত্বকে আসবে জেল্লা

হলুদ ত্বকের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। প্রাচীন কাল থেকে হলুদ ব্যবহার হয়ে আসছে। কিন্তু উপলক্ষে যদি নতুন করে বা নিয়ম মেনে যদি লাগান তবে কাজ হবে। কোন চৌধুরী যেমন…

Avatar

হলুদ ত্বকের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। প্রাচীন কাল থেকে হলুদ ব্যবহার হয়ে আসছে। কিন্তু উপলক্ষে যদি নতুন করে বা নিয়ম মেনে যদি লাগান তবে কাজ হবে। কোন চৌধুরী যেমন তেমন ভাবে না দেন তাহলে কিন্তু কোন আপনার ত্বকের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

আমরা অনেক সময় রান্নার হলুদ বা কাঁচা হলুদ রূপচর্চার ব্যবহার করে থাকি। ভুল টা সেখানেই করি, সেক্ষেত্রে দশকর্মা ভান্ডার থেকে আমাদের কিনে আনতে হবে কস্তুরী হলুদ। এই হল যদি আপনি নিয়ম করে ব্যবহার করতে পারেন তবেই আপনার ত্বক সুন্দর হবে। তবে ব্যবহার করার সময় খুব বেশি পরিমাণে নেওয়ার দরকার নেই, সামান্য একটুখানি নিয়ে মুলতানি মাটি বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে আপনি পাবেন উজ্জ্বল সুন্দর ত্বক।

তবে অবশ্যই ফেসপ্যাকটি আপনাকে ঠান্ডা জলে দিতে হবে। আপনি কখনোই হলুদের লাগানো ফেসপ্যাক গরম জলের ধুতে পারবেন না, ঠান্ডা জল যদি ভাল করে মিশিয়ে নিতে পারেন সেটি আপনার জন্য ভালো হবে। আমরা অনেক সময় ভুল করে উষ্ণ গরম জলে মধ্যেই শুধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ খারাপ। ফেসপ্যাক লাগানোর সময় আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি, তাহলে কিন্তু আমাদের ত্বকে হিতে বিপরীত হয়, ত্বক খারাপ হবে, তাই অবশ্যই মেনে চলুন এই টিপস।

whatsapp logo