Hoop VideoHoop Viral

ঝড়ের তান্ডবে হুবহু মানুষের মতো নেচে চলেছে গাছ, ভিডিও দেখে মুগ্ধ সকলে (VIDEO)

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুই না ভাইরাল হয়, কখনো আনন্দের ঘটনা তো কখনো দুঃখজনক ঘটনা কখনো আবার নানান রকম প্রাকৃতিক বিপর্যয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগে না। কয়েকটা ঘটনা যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন তাদের ভয়ে লাগার থেকে অনেক বেশি মজা পাওয়া যায়, সোশ্যাল মিডিয়া এমন ঘটনা বেশ দেখা যায়।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, প্রচন্ড ঝড়ের তাণ্ডবের চারিদিকে একেবারে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ভাবছেন এতে মজা পাওয়ার কি হলো এতো যথেষ্ট দুঃখজনক ঘটনা। ভিডিওটি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন একটি গাছ সে পুরো মানুষের মতন নাচানাচি করছে, ঝড়ের তালে তালে। সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথে রীতিমতন ভাইরাল হয়েছে।

ঝড়ের জন্য সব কিছু লণ্ডভণ্ড হয়ে যেতে অনেকেই আগে দেখেছেন, কিন্তু কেউ কি এটা দেখেছেন যে ঝড়ের তান্ডবে গাছ নাচানাচি করছে ? অবশ্যই অনেক পুরনো কিন্তু বর্তমানেও সোশ্যাল মিডিয়াতে রীতিমতন ঘুরপাক খায়, ভিডিওটি আর ভিডিওটি দেখা মাত্র আপনিও বেশ বলে উঠতে পারেন, যে এত ঝড় মন খারাপ করে একেবারে থাকা যাবে না। সম্ভবত ভিডিওটি করা হয়েছে বিদেশের কোন জায়গায় তাইতো গাছটিকে এমন সুন্দর করে কাটা রয়েছে, আর এত সুন্দর করে নাচানাচি আপনি যদি দেখতে মিস করে যান তো আমাদের Hoophaap এর পাতায় একবার দেখে ফেলুন অসাধারণ এই ভিডিওটি –