প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত ‘আয় খুকু আয়’ ফিল্মটি নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে প্রথম থেকেই আগ্রহ ছিল। এই ফিল্মের জন্য নিজেকে আবারও ভেঙে-চুরে তৈরি করেছেন প্রসেনজিৎ। ‘আয় খুকু আয়’ প্রযোজনা করেছেন জিৎ (Jeet)। শৌভিক কুন্ডু (Shouvik Kundu) পরিচালিত ফিল্ম ‘আয় খুকু আয়’-তে প্রসেনজিৎ অভিনয় করছেন নিম্নবিত্ত বাবা নির্মল মন্ডলের চরিত্রে।
পয়লা বৈশাখের দিন ভাইরাল হল ‘আয় খুকু আয়’-এর টিজার। টিজারের শুরুতেই দেখা গেল, প্রসেনজিৎ-এর বাড়ি ‘উৎসব’-এ একটি বাচ্চা তাঁকে জিজ্ঞাসা করে, প্রসেনজিৎ আজ অবধি কতগুলি ফিল্মে অভিনয় করেছেন! সেই প্রশ্নের জবাব দিতে না পারলেও প্রসেনজিৎ অনুভব করেন, কিছু চরিত্র ছেড়ে যেতে চায় না। তার সুখ-দুঃখ, আনন্দ-অপমান বয়ে বেড়াতে হয় তাঁকে। এরপরেই আসে নির্মল ও তার একমাত্র কন্যা বুড়ির গল্প।
বাবা ও মেয়ের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছে ‘আয় খুকু আয়’। এই ফিল্ম বলবে এমন এক কাহিনী যেখানে দেখা যায় তার মেয়ে বুড়িকে অনেক দুঃখ-যন্ত্রণা সহ্য করে বড় করে তোলে নির্মল। প্রসেনজিৎ-এর মেয়ের চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।
‘আয় খুকু আয়’-তে প্রসেনজিৎ-এর লুক নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। নির্মল মন্ডলের লুক ক্রিয়েট করতে নেওয়া হয়েছে প্রস্থেটিক মেকআপের সাহায্য। ফিল্মের শুটিং হয়েছে বোলপুরের আশেপাশে ও কলকাতায় হয়েছে ফিল্মের শুটিং। ‘আয় খুকু আয়’-তে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রাশিদ মিথিলা (Rafiyat Rashid Mithila)। ফিল্মের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য (Ranojoy Bhattacharya)। ‘আয় খুকু আয়’ মুক্তি পাচ্ছে আগামী 27 শে মে।
View this post on Instagram