Hoop VideoHoop Viral

আয়েসা কাপুরের বিছানার দৃশ্যে ভরপুর এই তিন সিরিজ, দরজা বন্ধ করে দেখুন

করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্ম কে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিরিজ রিলিজ হয়েছে আর যার রস চেটেপুটে আস্বাদন করেছে দর্শক মহল। সেই রীতিটাই এখনো রয়ে গেছে। যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক না কেন বাড়িতে বসে সিরিজ দেখার যে একটা আলাদাই মজা রয়েছে, তা কিন্তু দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন।

তবে অবশ্যই আপনার প্রাইভেসি লাগবে। এই ধরনের ওয়েব সিরিজ গুলোকে দেখার জন্য কারণ ওয়েব সিরিজগুলোতে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়েছে, যা কিন্তু বড়দের সামনে বা ছোটদের সামনে একেবারেই আপনি দেখতে পারবেন না। তাইতো সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা কিছু কম হয় না, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লু তে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক গল্প নিয়ে সিরিজ রিলিজ করা হয়, যা দেখে দর্শক মহলের মধ্যে উন্মাদনার শেষ থাকেনা।

বর্তমান প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই এখন একটা করে অ্যান্ড্রয়েড ফোন থাকে। আর আমাদের অতিরিক্ত ব্যস্তময় জীবনে যখন টেলিভিশনের সিনেমা দেখার সময় থাকে না। ঠিক সেই সময় রাতে যদি একটা মুঠোফোন থাকে, তাহলেই কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাইতো বর্তমান প্রজন্ম অনেক অংশে ঝুঁকছে, এই মুঠোফোনের মাধ্যমে OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে। অবশ্যই এই সিরিজগুলো দেখতে গেলে আপনাকে প্রাইভেসি মেইনটেইন করতে হবে।

অভিনেত্রীদের মধ্যে একজন হলেন আয়েশা কাপুর । আয়েশা কাপুর হলেন একজন ভারতীয় অভিনেত্রী, ভারতের হরিয়ানায় 26 আগস্ট 2000 সালে জন্মগ্রহণ করেন। তিনি বিশেষভাবে কুকু ওয়েব সিরিজ ” মাই কাজিন সিস্টার (2020) “-এ ‘বিধি’ চরিত্রে তার ভূমিকার জন্য পরিচিত। তার অভিনয় করা সিয়াপা, সিল ২ ও ঝোল অসাধারণ কতগুলি সিনেমা দেখে নিন তার এক ঝলক।

১)সিল২ – ‘প্রাইম শর্টস’ এ এবার দেখা গেল সিল – ৪, এর ট্রেলার দেখেই দর্শকরা পাগল হয়ে গেছেন।ওয়েব সিরিজটি প্রাইম শট অ্যাপ ডিজিটাল প্রাইভেট লিমিটেড দ্বারা নির্মিত একটি প্রাপ্তবয়স্ক হিন্দি ওয়েব সিরিজ। আয়েশা কাপুর এবং আলিয়া নাজ অভিনীত দুই মহিলা এবং তাদের বিবাহ ও প্রেমের অভিজ্ঞতাকে তাদের সম্পর্ক নিয়ে গল্পটা বানানো হয়েছে। আলিয়া নাজ, বহু জান, এবং মিসেস-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আলিয়া নাজ শিক্ষক, দিল দো,ঝোল,সিল 2, এবং ,সিল 3 তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সিল 4 হল প্রাইম শটসের একটি অসাধারণ ওয়েব সিরিজ। এই হিন্দি ভাষার ওয়েব সিরিজটি 24 মে 2022-এ রিলিজ হয়েছিল। এটি প্রাইম শট ওয়েবসাইট এবং অ্যাপে অনলাইনে দেখার জন্য উপলব্ধ। ওয়েব সিরিজে অভিনয় করেছেন আলিয়া নাজ, আয়েশা কাপুর প্রমুখ। তাদের মাখো মাখো রোমান্সে দেখে কুপোকাত নেটিজেনরা। দুই সাহসী নারীর জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে প্লট।  তারা কি চূড়ান্ত সুখ পেতে পারবে? দেখতে আপনাকে পুরো সিরিজ দেখতে হবে –

২) সিয়াপা – আজকাল ওটিটি প্ল্যাটফর্ম সাহসী ওয়েব সিরিজ মুক্তি পেতে থাকে। এ বছর প্রাইম স্লটে মুক্তি পেয়েছে অভিনেত্রী আয়েশা কাপুরের ওয়েব সিরিজ ‘সিয়াপা’। অভিনয় করেছেন আয়েশা কাপুর ও সিমরান খান। তাদের অসাধারণ বোল্ড দৃশ্যে পাগল হয়ে গেছেন সকলে। লাল টুকটুকে বিকিনি পোশাকে সব্বাইকে পাগল করে দিয়েছেন অভিনেত্রী। সন্তান ও স্ত্রীকে নিয়েই ‘সিয়াপা’ এই ওয়েব সিরিজের গল্পটা বেশ মজার। যেখানে একজন বাবা এবং তার ছেলের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই ওয়েব সিরিজে সীমার চেয়ে বেশি সাহসী দৃশ্য দিয়েছেন আয়েশা কাপুর।

৩) ঝোল – এবার যে ওয়েব সিরিজটির কথা বলব তার নাম হলো jhol, এখানে আয়েশা কাপুর অসাধারণ দৃশ্যে অভিনয় করেছেন। গল্পের প্রথমেই দেখা যাচ্ছে এক মহিলা তার প্রেমিক বন্ধুকে ফোন করছেন। তাতেই তার স্বামী ভয়ংকর রেগে যাচ্ছেন, কিন্তু সেই ফোন ধরে কথা বলতে গিয়ে দেখছেন ওপার থেকে ভেসে আসছে এক মহিলার গলা। তারপরে কি হয় তা দেখতে আপনাকে অবশ্যই পুরো ওয়েব সিরিজ দেখতে হবে।

Related Articles