whatsapp channel

Viral: কোলে চড়ে মাংসের ঝোল চেখে মন ভরল ছোট্ট খুদের, মিষ্টি ভিডিও ভাইরাল মুহূর্তে

রবিবার দিন অথবা যে কোনো দিন রান্নাঘরে যখন মাংস হয়, তখন কড়াই থেকে মাংস খাওয়ার মজাটাই আলাদা। এক টুকরো নিয়ে খেলে মনে হয়, পৃথিবীর সব আনন্দটা যেন ওই বাটির মধ্যে এসে ধরা দিয়েছে। এমনটা অনেকেরই মনে হয় ঝোল আলু এক টুকরো মাটন অথবা এক টুকরো চিকেন বা পছন্দসই যেকোনো খাবার রান্না করার সময় খাওয়ার একটা আলাদা তৃপ্তি আছে।

Avatar

HoopHaap Digital Media

রবিবার দিন অথবা যে কোনো দিন রান্নাঘরে যখন মাংস হয়, তখন কড়াই থেকে মাংস খাওয়ার মজাটাই আলাদা। এক টুকরো নিয়ে খেলে মনে হয়, পৃথিবীর সব আনন্দটা যেন ওই বাটির মধ্যে এসে ধরা দিয়েছে। এমনটা অনেকেরই মনে হয় ঝোল আলু এক টুকরো মাটন অথবা এক টুকরো চিকেন বা পছন্দসই যেকোনো খাবার রান্না করার সময় খাওয়ার একটা আলাদা তৃপ্তি আছে।

এই সত্য কথাটা একটা ছোট্ট বাচ্চাও বুঝতে পারছে। সম্প্রতি একটি ভিডিও ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বাড়ির গৃহবধূর কোলে চড়ে রান্না ঘরের কড়াই থেকে রান্না চেখে দেখছে এক ছোট্ট বাচ্চা। এক বছর ও হয়নি, কিন্তু এখন থেকে রান্নার ঝোল খেয়ে বলছে, ‘আর একটু’ ‘আর একটু’ বলছে, প্রথম একটু গরম বললেও পরে আর ভালই লেগেছে। কড়াই থেকে রান্না তুলে খাবার আনন্দ ছোট্ট বাচ্চা এতটুকু বয়স থেকেই উপলব্ধি করতে পেরেছে। তবে সে ক্ষেত্রে বাড়ির মানুষগুলোকেও প্রশংসার দিতে হয়, কারণ তারা ছোট্টবেলা থেকেই এই বাচ্চাটাকে বেশ রসিক করে তুলেছেন।

সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার বাড়িতেও যদি এমন ছোট বাচ্চা থাকে তাহলে তাকেও কিন্তু এমন ট্রেনিং দিতে পারেন, বাচ্চারা এখন যা অনুকরণ প্রিয় হয়, বাড়ির বড়দের থেকে তারাও হয়তো রবিবারের মাংসর ঝোল থেকে মাংস তুলে খেতে চাইবে। তবে সাবধান দেওয়ার আগে অবশ্যই ফুঁ দিয়ে ঠান্ডা করে দেবেন, না হলে অসাবধানতাবশত অঘটন ঘটে যেতে পারে।

তাই আর দেরি না করে চটজলদি Hoophaap এর পাতায় দেখে ফেলুন অসাধারণ এই মজার ভিডিও –

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media