হস্তমৈথুনের ক্ষতিকারক দিক, হতে পারে যেসব শারীরিক ক্ষতি, রইলো খোলাখুলি আলোচনা
মহিলা, পুরুষ দুজনেই হস্তমৈথুনে আসক্ত হতে পারেন, তবে আজকে আমাদের আলোচনার বিষয় পুরুষ হস্তমৈথুনের অপকারিতা। আমরা আগেই আলোচনা করেছি হস্তমৈথুন শরীরের জন্য ভালো। হ্যাঁ কথাটা একদমই ঠিকই তবে তা হতে হবে পরিমিত। অতিরিক্ত হস্তমৈথুনের সমস্যা থাকলে নানান রকমের শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি হতে পারে।
একনাগাড়ে কেউ যদি হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়েন তাহলে পুরুষদের মধ্যে নপুংসতা চলে আসতে পারে। ধীরে ধীরে পুরুষ মানুষটি যৌন সঙ্গমে অক্ষম হয়ে পড়েন।
হস্তমৈথুনে যদি আসক্ত হয়ে পড়েন তাহলে অনেক সময়ে সময়ের আগে অর্থাৎ অকাল বীর্যপাত হয়ে যায়। সময়ের আগেই বীর্যপাত হওয়ার ফলে সে কখনোই স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন না।
অনেক সময় অতিরিক্ত মাস্টারবেশনের ফলে বীর্যে শুক্রাণুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। তাই তখনও সন্তানধারণের সমস্যা হতে পারে।
এছাড়াও নানাভাবে মানসিক সমস্যা হতে দেখা যায়। প্রতিদিন একটানা হস্তমৈথুনের ফলে চোখের ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়াও অনেক গবেষণায় দেখা যায় স্মরণশক্তি কমে যায়। এছাড়াও মাথাব্যথার সমস্যা দেখা যেতে পারে।
তাই সুস্থ থাকতে সপ্তাহে একদিন বা দুদিন মাস্টারবেট করুন। অতিরিক্ত কোনোকিছুতেই আসক্ত হওয়া উচিত নয়। অপকারিতার দিক মাথায় রেখে সঠিক নিয়ম মেনে চলুন।