whatsapp channel

Bappi-Asha: কি দারুন কন্ঠের জাদু, একই মঞ্চে বাপ্পি-আশা, দর্শকদের মুগ্ধ করেছিলেন গানে, ভাইরাল ভিডিও

লতা মঙ্গেশকার, সন্ধ্যা মুখার্জির পরে আবারো সংগীতের আকাশের নক্ষত্র পতন, মারা গেলেন বাপ্পি লাহিড়ী। মুম্বাইয়ের হাসপাতালে মারা গেলেন ৬৯ বছর বয়সী বাপি লাহিড়ী। আশা ভোঁসলের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন…

Avatar

HoopHaap Digital Media

লতা মঙ্গেশকার, সন্ধ্যা মুখার্জির পরে আবারো সংগীতের আকাশের নক্ষত্র পতন, মারা গেলেন বাপ্পি লাহিড়ী। মুম্বাইয়ের হাসপাতালে মারা গেলেন ৬৯ বছর বয়সী বাপি লাহিড়ী। আশা ভোঁসলের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন একই মঞ্চে। অসাধারণ সেই ভিডিওটি ইন্সটাগ্রাম এর মাধ্যমে ভাইরাল হয়েছে। মাইক হাতে বাপি লাহিড়ী গান গাইছেন ‘রাত বাকি, বাত বাকি, হোনা হে জো, হো জানে দো’। আশা ভোঁসলে তারপরে গান ধরলেন ‘জবানি জানেমান হাসিনা দিলরুবা’। তাদের অসাধারণ দুয়েট পারফরম্যান্সের প্রত্যেকেই বিহ্বল।

নামাক হালাল চলচ্চিত্রের এই রাত বাকি বাত বাকি, অসাধারণ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে, বাপি লাহিড়ী এবং কথাটি লিখেছিলেন অঞ্জন আর গানটি কম্পোজ করেছিলেন বাপি লাহিড়ী, সলিল চৌধুরী, রামচন্দ্র। এই চলচ্চিত্রেরই আরেকটি বিখ্যাত গান ‘জবানি জানেমান হাসিনা দিলরুবা’। গেয়েছেন আশা ভোঁসলে। নীল শাড়িতে বাপি লাহিড়ীর সাথে এক মঞ্চে গান গাইলেন বাপি, আশা। তাদের অনবদ্য পারফরম্যান্স মানুষের মনে থেকে যাবে।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম এর মাধ্যমেই পারফরম্যান্স কোন মানুষকে আবার নতুন করে মানুষের মাঝে থেকে যায়। বয়স যতই হোক, তাদের অসাধারণ গান মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব না। নতুন প্রজন্মকে পথ দেখাবে এরাই। এরাই সঙ্গীতের এক একটি স্তম্ভ। এদের একেকটি মনমুগ্ধকর পারফরম্যান্স দেখেই নতুন নতুন শিল্পী তৈরি হবে। দেরি না করে Hoophaap এর পাতায় দেখে নিন এই ভিডিও –

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media