whatsapp channel

Bappi Lahiri: মৃত্যুর আগে শেষ পোস্টে কি লিখেছিলেন বাপ্পি লাহিড়ী!

‘একা একা থাকতে পারি?..আমরা অমর সঙ্গী’- একাধারে সংগীতশিল্পী আবার কিংবদন্তি গায়কও তিনি। সংগীত জগতের অমর সঙ্গীই বটে। বাপ্পি লাহিড়ী দীর্ঘ ২৯ দিন ধরে অসুস্থতার সাথে লড়াই করে শেষমেষ সোমবার বাড়ি ফেরার আগেই একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। প্রায়শই ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে দেখা যেত তাঁকে। এত অসুস্থতার মধ্যেও তার অন্যথা হতে দেননি।

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

‘একা একা থাকতে পারি?..আমরা অমর সঙ্গী’- একাধারে সংগীতশিল্পী আবার কিংবদন্তি গায়কও তিনি। সংগীত জগতের অমর সঙ্গীই বটে। বাপ্পি লাহিড়ী দীর্ঘ ২৯ দিন ধরে অসুস্থতার সাথে লড়াই করে শেষমেষ সোমবার বাড়ি ফেরার আগেই একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। প্রায়শই ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে দেখা যেত তাঁকে। এত অসুস্থতার মধ্যেও তার অন্যথা হতে দেননি।

Advertisements

দুদিন আগেই নিজের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “পুরাতন সর্বদা সোনা”। সোনা তাঁর আজীবনই বেশ কাছের। তার উপর শেয়ার ছবিটিও ছিল বেশ পুরোনো। আর পুরোনো দিনের পুরোনো স্মৃতি কার না প্রিয় হয়। বেশ তরুণ সময়ের ছবিটি। স্লিভলেস জামা সাথে সানগ্লাস। হাতে পড়ে রয়েছেন সোনার গয়না। সাদা-কালো ছবিতে আলাদাই নজারা। এককথায়, সোনা আর পুরোনো স্মৃতি মিলে মিশে একাকার।

Advertisements

Advertisements

সুস্থ হয়ে এত খুশি। সাথে পুরোনো দিনে ফিরে যাওয়া সবই হলো বাপ্পি বাবুর। ভাগ্য সহায় ছিল না। ঠিক পরের দিনই ফিরে যেতে হলো হাসপাতালে। শুধু হাসপাতালে ফিরে যাওয়াই নয় মৃত্যুদূতও কেড়ে নিল তাঁকে। রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। লতাজি, সন্ধ্যা দেবী, বাপ্পি বাবু একের পর এক নক্ষত্র পতন হয়েই চলেছে। শুধু স্মৃতি গুলো রয়ে গেছে।

Advertisements

বলা বাহুল্য, লতাজির মৃত্যুতে ‘মা’ হারানোর শোক অনুভব করেছিলেন বাপ্পি লাহিড়ী। শোক প্রকাশও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ‘মা’ বলে কাতর হয়ে সম্মোধন করেছিলেন লতাজিকে। তাঁর মৃত্যুতে হয়ত একটা গানই গুনগুনিয়ে উঠছে অনুগামীদের মনে, “প্যায়ার কভি কম নেহি করনা… কোহি সিতম কর লেনা”।

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media