বাড়ির টবে জারবেরা চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন
শীতকালীন ফুল হিসাবে জারবেরা অসাধারণ। যদিও এর জন্ম বিদেশের মাটিতে, তাও আপনি চাইলে আপনার বাড়িতে উঠোনে, ছাদের টবে খুব সহজেই চাষ করতে পারেন জারবেরা। ফুলদানি সাজাতে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে এর জুড়ি মেলা ভার। তবে এই ফুল শীতের একটু শেষেই ভালো হয়।
এই ফুলের জন্য প্রয়োজন উপযুক্ত বেলে দোআঁশ মাটি। খানিকটা বাগানের মাটির সঙ্গে বালি এবং জৈব সার, কোকো পিট যদি না থাকে কাঠের গুঁড়ো মিশিয়ে ভালো করে মাটি বানাতে হবে।
মোটামুটি মাঝারি আকারের টব নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে জল নিষ্কাশন ব্যবস্থা যেন ভালো থাকে। টবের ছিদ্র উপরে একটি খোলামকুচি রেখে ছোট ছোট পাথর এবং অল্প কিছুটা বালি দিয়ে দিতে হবে তারপরই তৈরি করা মাটি দিয়ে ১০ দিন জল ঢেলে মাটি প্রস্তুত করে রাখতে হবে।
কাছাকাছি কোন নার্সারি থেকে জারবেরা গাছের চারা কিনে এনে খুব সাবধানে টবের ঠিক মাঝখানে গাছ লাগিয়ে দিতে হবে। ৬-৭ দিন অন্তর অন্তর সরষের খোল পচা সার দিতে হবে। উপযুক্ত জল দিতে হবে। ঝলমলে রোদের মধ্যে রেখে দিতে হবে।
খেয়াল রাখতে হবে টবের মাটিতে যেন কোনভাবেই না জল জমে থাকে। আবার মাটি একদম শুকনো হয়ে যাওয়াও এই গাছের জন্য খারাপ।
কোন কারণে যদি গাছের কোন পাতায় বা ফুলে পোকার আক্রমণ হয় তাহলে তৎক্ষণাৎ সেই ডাল বা ফুল কেটে দিন। গোড়ার আগাছা পরিষ্কার করে রাখুন।