whatsapp channel

সারাদিনের ব্যস্ততায় চুল ও ত্বক তরতাজা রাখার টিপস

সকালবেলা ফ্রেশ হয়ে সেজেগুজে অফিসে যাওয়ার পালা। মোটামুটি দু-তিন ঘণ্টা পর মেকআপ ঘেঁটে একেবারে বীভৎস অবস্থা। যতই লংলাস্ট মেকআপ ব্যবহার করুন না কেন বিজ্ঞাপন এ সারাদিন এমন দেখালেও বাস্তবে কিন্তু…

Avatar

HoopHaap Digital Media

সকালবেলা ফ্রেশ হয়ে সেজেগুজে অফিসে যাওয়ার পালা। মোটামুটি দু-তিন ঘণ্টা পর মেকআপ ঘেঁটে একেবারে বীভৎস অবস্থা। যতই লংলাস্ট মেকআপ ব্যবহার করুন না কেন বিজ্ঞাপন এ সারাদিন এমন দেখালেও বাস্তবে কিন্তু অমনটা হয় না।

অয়েলি স্কিন হলে সঙ্গে অবশ্যই রাখুন ব্লটিং পেপার। মাঝে মাঝে আপনার মুখের টি জনে ব্লটিং পেপার চেপে চেপে তেল মুছে নিন।

গাঢ় রঙের ছোট লিপস্টিক ব্যবহার করুন। আপনার ত্বকের কম্প্লেকশন অনুযায়ী যেটা ভালো লাগবে দিনের মধ্যে খানে মুখ যখন ম্যাড়মেড়ে হয়ে যাবে তখন ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক পড়ুন।

যতই শ্যাম্পু করুন কিছুক্ষণ যাওয়ার পরে চুল একেবারে তেলতেলে হয়ে যায়। এর থেকে বাঁচতে ব্যাগের মধ্যে হেয়ার পাউডার রাখুন। মাঝেমধ্যে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করুন। যার ফলে চুল অনেক বেশি বাউন্সি দেখাবে। অফিসের ফাঁকে মাঝেমধ্যে মুখের মধ্যে গোলাপজল স্প্রে করতে পারেন। তাতে মুখ অনেক বেশি তরতাজা লাগবে।

চুলকে সুন্দর দেখাতেই হেয়ার সিরাম ব্যবহার করুন। হাতের পাতায় অল্প একটু নিয়ে চুলের আগায় মেখে নিন। চুল অনেক বেশি সজীব দেখাবে। তাছাড়াও হেয়ার সিরাম এর অসাধারন সুগন্ধি মানসিক ক্লান্তি অনেক বেশি দূর হয়ে যাবে।

সারাদিনে অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করুন। বারে বারে চা না খেয়ে ফ্রেশ ফ্রুট, গ্রিন টি খেতে পারেন। সমস্ত খাবার আপনার শরীরের সাথে সাথে ত্বকের জেল্লাও বাড়াতে সাহায্য করবে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media