Hoop Life

ত্বক উজ্জল করতে কেশরের ব্যবহার কিভাবে করবেন জেনে নিন

আগেকার দিনের রানিরা নিজেদের রূপচর্চায় ব্যবহার করতেন কেশর। আপনিও বাড়িতে রূপচর্চায় ব্যবহার করুন কেশর।

১) দু তিনটে কেশর, এক চামচ চন্দন গুঁড়ো, এক চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি মুখে মেখে বেশ কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

২) দুটো তিনটে কেশর, এক চামচ ফ্রেশ ক্রিম, এক-চামচ মধু ভালো করে মিশিয়ে নিয়ে রাতে শুতে যাওয়ার আগে মুখে লাগিয়ে রাখুন। সকালবেলা ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

৩) দুটো তিনটে কেশর, এক চামচ কাঁচা দুধ, এক চামচ দুধের সর, এক চামচ কাজুবাদাম গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন গোটা মুখে ভালো করে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৪) দুটো তিনটে কেশর, এক চামচ টক দই, এক চামচ বেসন ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকের মধ্যে ভালো করে মেখে নিন।

সপ্তাহে তিন দিন এই প্যাকগুলি মাখতে পারলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে। তবে বাজারে নানান রকম নকল কেশর পাওয়া যায় সেগুলি থেকে সাবধান হবেন।

Related Articles