কিভাবে গ্রিন টি ব্যাগ ব্যবহার করলে ত্বক ও চুলের সৌন্দর্য ফিরে আসবে
সকালে উঠে ব্রেকফাস্ট এর সঙ্গে এক কাপ গ্রিন টি। অনেকেই এখন এই রুটিন মেনে চলেন। কারণ প্রত্যেকেরই জীবনের সুস্থ থাকাটাই এখন বড় কথা। কিন্তু গ্রিন টি খাওয়ার পরে অনেকেই এর টি ব্যাগ ফেলে দেন। কিন্তু আপনি কি জানেন এই টি-ব্যাগ আপনার রূপচর্চায় কতখানি অংশ নিতে পারে? চলুন দেখে নেওয়া যাক:-
স্ক্রাবার হিসেবে গ্রিন টি:
এক চামচ গ্রিন টি, এক চামচ মধু, এক চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে মুখে ভালো করে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। গ্রিন টি ত্বককে টানটান করতে সাহায্য করে। ত্বকের পোড়া দাগ দূর করতে জুড়ি মেলা ভার।
চোখের যত্নে গ্রিন টি:
টি ব্যাগ চোখের মধ্যে বেশ খানিকক্ষণ রেখে দিলে চোখ ভালো থাকে। চোখের আশেপাশের ত্বক টানটান হয়।
ফেসপ্যাক হিসাবে গ্রিন টি:
সপ্তাহে অন্তত ৩ দিন এক চামচ মুলতানি মাটি, এক চামচ বেসন, এক চামচ মধু, এক চামচ গ্রিন টি, এক চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক হিসাবে লাগান।
চুলের যত্নে গ্রিন টি:
এক চামচ মধু, এক চামচ টক দই, একটি পাকা কলা, এক চামচ গ্রিন টি ভালো করে মিশিয়ে নিয়ে গোটা চুলে ভালো করে লাগিয়ে নিন। কিছুক্ষণ পরে কোন হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন।