Gold Price Today: পুজোর মুখে সোনায় সোহাগা হতে চলেছেন মধ্যবিত্তরা, ব্যাপক পতন সোনার দামে
সোনায় মুড়ে দিতে পারবেন মেয়ে জামাইকে। অগ্রহায়ণ মাসে ফের বিয়ের যোগ শুরু হবে। কিন্তু, সোনা এখন থেকেই কিনে রাখা ভালো। ব্যাপক পতন হয়েছে সোনার দামের। দিন দিন সোনার দাম নিম্নমুখী। প্রতিদিন, সোনার দাম একটু একটু করে কমে চলেছে। তাই, এই শ্রাবণ বা ভাদ্র মাসের মধ্যেই সোনার দোকানে যান, বুক করুন। প্রয়োজনে, প্রতিদিন সোনার ও রুপোর দাম খেয়াল রাখুন।
আমরা জানি, সোনা হল সবথেকে মূল্যবান এবং শুভ ধাতু। বিয়ে হোক বা অন্নপ্রাশন, সোনার জিনিস ছাড়া অনুষ্ঠান সম্পন্ন হয় না। মানুষের নজর থাকে কি কি সোনার গয়না পেলো। তাই সোনায় সোহাগা হয়ে থাকতে চাইলে, টাকা জমান। এবং কিনুন। চলুন, দেখে নিই আজকের বাজারে সোনার দাম কিরকম ছিল।
২২ ক্যারেট সোনা ১ গ্রাম সোনার দাম ৪,৭৩৫ টাকা। গতকাল ছিল ৪,৭৯৫ টাকা। অর্থাৎ, ৬০ টাকা কম গতকালের তুলনায়। পাশাপাশি, আজ ২৪ ক্যারেট সোনা, ১ গ্রামের দাম ৫,১৬৫ টাকা। গতকাল ছিল ৫,২৩১ টাকা।অর্থাৎ, ৬৬ টাকা কম গতকালের তুলনায়।
রুপোর দামের তেমন কোনো হেরফের হয়নি আজ। ১ গ্রাম রুপোর দাম গতকাল ছিল ৫৯ টাকা। আজ – ৫৮.৭০ টাকা। অর্থাৎ, ৩০ পয়সা কম।