Lifestyle: রাতে মাখোমাখো রোম্যান্স উপভোগ করতে মাখায় রাখুন দাম্পত্য জীবনের ৫টি টিপস
রাত্রে ঘুমোতে যাওয়ার পর রোম্যান্স হওয়া? দিনরাত ঝামেলা হচ্ছে? সমাধান আছে। HoopHaap.Com আপনাকে দিচ্ছে সহজ সরল টিপস্।
১) কাজের চাপে, সংসারের চাপে বিয়ের আগের মুহূর্ত খুব মিস করেন অনেকে। বিয়ে করে অনেকেই ভেবে ফেলেন এই বিয়ে না করলেই বুঝি ভালো হত। কিন্তু, না, সামাজিক দায়বদ্ধতা থেকে বিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। বিয়ে এবং সংসার একে অপরের পরিপূরক। তাই চাপ মুক্ত হওয়ার জন্য নিজের পছন্দের কাজ করতে থাকুন কিছুক্ষনের জন্য হলেও। যেমন – গান, নাচ, আবৃত্তি বা বই পড়া বা সিনেমা দেখা। এগুলো করলে মন ভালো থাকে। তখন সঙ্গীর উপর আকর্ষণ বাড়ে।
২) লাঞ্চ হোক বা ডিনার একসঙ্গে খেতেই হবে। কখনো কখনো একই থালায় খেয়ে নিন বা একে অপরকে খাইয়ে দিন। ফিরবে রোম্যান্স।
৩) সঙ্গীর সঙ্গে গল্প করুন হয় ফোনে নয় সামনা সামনি। ব্রেক টাইমে সঙ্গীকে ফোন করে খোঁজ নিন সে খেলো কিনা বা কাজের চাপ কেমন? অফিস ঠিক করে পৌঁছল কিনা ইত্যাদি ইত্যাদি।
৪) সঙ্গীকে মাঝে মধ্যে কিছু সারপ্রাইজ গিফট করুন। ফুল পছন্দ করলে আনুন ফুল কিংবা চকলেট বা আইস্ক্রিম বা ফুচকা খেতে চলে গেলেন। বেশি সময় থাকলে রেস্তোরাঁয় গিয়ে ডিনার বা লাঞ্চ।
৫) সঙ্গীকে বলতেই পারেন আই লাভ ইউ। লজ্জা কিসের? মাঝে মধ্যে আই লাভ ইউ শুনতে ভালই লাগে।
Disclaimer: উপরের সমস্ত পয়েন্ট মনোবিদদের মতামতের উপর ভিত্তি করে লিখিত। যদি কেউ দাম্পত্য সমস্যায় নাজেহাল হয়ে থাকেন সে ক্ষেত্রে কাউন্সিলিং এর বিশেষ প্রয়োজন আছে।