এই নিয়ে অষ্টম বার। এবারেও সেরার সেরা গাঁটছড়া। মিঠাইকে সরিয়ে যেন এখন গাঁটছড়াই যেন শীর্ষস্থানের জয়ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে হারানো স্থান ফিরে পেতে মরিয়া মিঠাইও। কত সপ্তাহে টিআরপিতে তুলনায় অনেকটা টিআরপি বাড়িয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে এলো মিঠাই। ওদিকে গত সপ্তাহে দ্বিতীয় স্থান থেকে ছিটকে চতুর্থ স্থানে চলে এসেছে মন ফাগুন। এক ধাক্কায় অনেকখানি কমলো রেটিং। তবে আলতা ফড়িং বরাবরের মতো নিজের জায়গা তৃতীয় স্থানে বজায় রাখতে পেরেছে।
এই সপ্তাহে আরও চমক হল, গত কয়েক সপ্তাহ ধরে সেরা পাঁচে থাকার ধারাবাহিকতা থেকে ছিটকে গেল আয় তবে সহচরী। আয় তবে সহচরী বদলে পঞ্চম স্থানে অনুরাগের ছোঁয়া। দর্শকদের অপরিসীম ভালোবাসার পাশাপাশি টিআরপিতেও বাজিমাত করছে অনুরাগের ছোঁয়া। ওদিকে উমাও অনেকখানি এগিয়ে এসেছে। পিছিয়ে নেই পিলুও। অন্যদিকে খুকুমণি এবং বরণের ক্রমশ নিম্নমুখী। নতুন শুরু হবা গুড্ডির রেটিংও তলানিতে। এই সপ্তাহের টিআরপি নিরিখে কে কোথায় দাঁড়িয়ে।
১.গাঁটছড়া – ৯.৯
২.মিঠাই – ৯.৩
৩.আলতা ফড়িং – ৮.৭
8.মন ফাগুন – ৮.৫
৫.অনুরাগের ছোঁয়া – ৮.৪
৬.আয় তবে সহচরী – ৮.৩
৭.উমা – ৮.১
৮.ধুলোকণা – ৭.৯
৯.গৌরী এলো – ৭.৮
১০.পিলু – ৭.৫
১১. লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৬.৯
১২.খুকুমণি হোম ডেলিভারি – ৬.৪
১৩.সর্বজয়া – ৫.৯
১৪.এই পথ যদি না শেষ হয় – ৫.৮
১৫.গঙ্গারাম – ৫.৩
১৬.অপরাজিতা অপু – ৫.২
১৭.কড়িখেলা – ৪.৭
১৮.গুড্ডি – ৪.৩
১৯.গ্রামের রানী বীণাপাণি – ৩.৬
২০.যমুনা ঢাকি – ৩.৩
২২.বরণ – ২.৭ (অন্তিম সপ্তাহ)
২৩.জয় গোপাল – ২.৬
২৪. মঙ্গলময়ী সন্তোষী মা – ২.১
২৫.খেলাঘর – ১.৬
২৬.যোধা আকবর – ১.২
রিয়্যালিটি শো
১.দাদাগিরি – ৬.১
২.সুপার সিঙ্গার – ৫.৪
৩.দিদি নাম্বার ওয়ান – ৩.৬
৪.রান্নাঘর – ১.৪
দুপুরের ধারাবাহিক
১.খড়কুটো- ৩.২
২. রাধাকৃষ্ণ ও মোহর- ২.২