whatsapp channel

TRP: সিংহাসনচ্যুত ‘গাঁটছড়া’, হারানো স্থান ফিরে পেল ‘মিঠাই’, ব্যাপক পরিবর্তন টিআরপি তালিকায়

এই সপ্তাহের টিআরপিতে বদলে গেল সকল সমীকরণ। ওলট পালট হয়ে গেল সকল ধারাবাহিকের নিজস্ব জায়গা। এর মূল কারণ হলো গত সপ্তাহে শুরু হওয়া আইপিএল। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে প্রথম হওয়ার…

Avatar

HoopHaap Digital Media

Updated on:

Advertisements
Advertisements

এই সপ্তাহের টিআরপিতে বদলে গেল সকল সমীকরণ। ওলট পালট হয়ে গেল সকল ধারাবাহিকের নিজস্ব জায়গা। এর মূল কারণ হলো গত সপ্তাহে শুরু হওয়া আইপিএল। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে প্রথম হওয়ার ধারাবাহিকতা থেকে ছিটকে গেল গাঁটছড়া। আর আবার নিজের হারানো সম্মান অর্জন করতে পারলো মিঠাই। এই সপ্তাহের বহুদিন পর আবারও সেরা সেরা মিঠাই। উচ্ছেবাবু মিষ্টি দর্শকদের মনে গভীরভাবে জায়গা করে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই সপ্তাহের দ্বিতীয় স্থানে রয়েছে গত সপ্তাহের বেঙ্গল টপার গাঁটছড়া। ধারাবাহিকের রেটিং অনেকটাই কমেছে।

Advertisements

সবথেকে উল্লেখযোগ্য বিষয় আইপিএল-এর ফলে যখন অন্যান্য ধারাবাহিক গুলির একটানা রেটিং-এ বিপর্যয় এসেছে সেখানে গত সপ্তাহের থেকে রেটিং আরো বাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে অনুরাগের ছোঁয়া। এছাড়াও এই সপ্তাহে লক্ষী কাকিমা বাজিমাত দিয়েছে এমন মন ফাগুনকে। ওদিকে আয় তবে সহচরী রেটিং ক্রমশ নিম্নমুখী। এই দুই ধারাবাহিক সেরা সাতের বাইরে। ওদিকে নতুন শুরু হওয়া উড়ন তুবড়ি স্লট পেলেও বিশেষ কিছু রেটিং উদ্ধার করতে পারেনি। আর জিতের নতুন শুরু হওয়া ইস্মার্ট জোড়ি প্রথম সপ্তাহেই হারিয়ে দিল দাদাগিরিকে। দেখে নেওয়া যাক টিআরপির নিরিখে কে কোথায় অবস্থান করছে।

Advertisements

১.মিঠাই -৯.৮
২.গাঁটছড়া – ৮.৭
৩.আলতা ফড়িং ও অনুরাগের ছোয়া – ৮.৫
8. উমা – ৮.০
৫.গৌরী এলো- ৭.৭

Advertisements

৬. পিলু ও ধুলোকণা- ৭.৩
৭. লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.২
৮. মন ফাগুন – ৭.০
৯. আয় তবে সহচরী – ৬.৯
১০. সর্বজয়া – ৬.০

Advertisements

১১. এই পথ যদি না শেষ হয় – ৫.৯
১২.খুকুমণি হোম ডেলিভারি – ৫.৮ক
১৩.গঙ্গারাম – ৫.৬
১৪. উড়ন তুবড়ি- ৪.৯
১৫.কড়িখেলা – ৪.৭
১৬. গোধূলি আলাপ- ৪.২
১৭. গ্রামের রানী বীণাপাণি ও যমুনা ঢাকি – ৩.২

১৮. গুড্ডি – ২.৯
১৯.জয় গোপাল – ২.৩
২০. মঙ্গলময়ী সন্তোষী মা – ২.১
২১.খেলাঘর – ১.৭
২২.যোধা আকবর – ১.২

রিয়্যালিটি শো

১.ইস্মার্ট জোড়ি – ৫.৩
২. দাদাগিরি – ৪.০
৩.দিদি নাম্বার ওয়ান – ৩.৫
৪.রান্নাঘর – ১.৪

দুপুরের ধারাবাহিক

১.খড়কুটো- ৩.৩
২. রাধাকৃষ্ণ ও মোহর- ২.২

whatsapp logo
Advertisements
Avatar