প্রথম স্থান ধরে রাখলো ‘মিঠাই’, তৃতীয় স্থানে প্রথমবার ‘মহাপীঠ তারাপীঠ’, রইলো টিআরপি তালিকা
বিকেল মানেই বিনোদন শুরু। দুপুরের হালকা ভাত ঘুমের পর গরম গরম চা আর খুচরো গসিপ না হলে মনেই হয়না সূর্যি মামা বাই বাই বলছে। যাইহোক, এখন চলছে শ্যুট ফ্রম হোম। সকল শিল্পীরা এখন যেমন তাদের পরিবারকে কাছে পাচ্ছে তেমনই মাসিক আয় ও দর্শক বিনোদনের জায়গাও বজিয়ে রাখছেন। সম্প্রতি হাতে এলো দর্শকদের বিচারে সেরা ধারাবাহিক। চলুন দেখে নিই কোন ধারাবাহিক শ্যুট ফ্রম হোম করেও টিকে রয়েছে দারুন ভাবে।
১.মিঠাই – ৯.৩
২.অপরাজিতা অপু – ৭.৭
৩.মহাপীঠ তারাপীঠ – ৭.৪
৪.খড়কুটো – ৭.৩
৫.কৃষ্ণকলি – ৬.৭
৬.শ্রীময়ী ও গঙ্গারাম – ৬.৫
৭.যমুনা ঢাকি – ৬.৩
৮.দেশের মাটি – ৫.৫
৯.রানী রাসমণি, বরণ ও গ্রামের রাণী বীণাপাণি – ৫.১
১০.খেলাঘর – ৪.৮
প্রসঙ্গত, ফেলনা ধারাবাহিকে এবার থেকে পটল কোমর গানওয়ালা ধারাবাহিকের পটল ওরফে হিয়া দে কে দেখা যাবে মেঘানের চরিত্রে।
১১.রিমলি ও ফেলনা – ৪.৪
১২.জীবন সাথী – ৩.৯
১৩.তিতলি – ৩.৫
১৪.জয় হনুমান – ৩.৪
১৫.এই পথ যদি না শেষ হয় – ৩.৩
১৬.কি করে বলবো তোমায় – ২.৯
১৭.রাধাকৃষ্ণ ও মোহর – ২.৭
১৮.ওগো নিরুপমা – ২.৬
১৯.ধ্রুবতারা – ২.১
২০.সাঁঝের বাতি ও মঙ্গলময়ী সন্তোষী মা – ১.৫
রিয়ালিটি শোগুলি কম যায়না। সন্ধ্যা মানেই নেচে কুদে দিল খুশ
১.ড্যান্স বাংলা ড্যান্স – ৬.৬
২.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – ৫.৯
৩.দিদি নাম্বার ওয়ান – ৪.০
৪.রান্নাঘর – ১.২