TRP: সিংহাসন ধরে রাখলো ‘ধুলোকনা’, এগিয়ে এলেন ‘লক্ষ্মী কাকিমা’, কত নম্বরে ‘মিঠাই’!

ফার্স্ট গার্ল ছিল মিঠাই। অচানক তার দৌড় থেমে যায়। প্রথম সারিতে মিঠাই থাকলেও নেই প্রথম তিনে। এদিকে লক্ষ্মী কাকিমা হঠাৎ করে দর্শক মনে জায়গা করে নিয়েছে। উঠে এসেছে সেরা দুইয়ে। এদিকে গৌরী ও খড়ি একটু পিছিয়ে জায়গা করে নিয়েছে তিন ও চারে।

প্রতি সপ্তাহে বাংলা সিরিয়ালের আমূল পরিবর্তন হয়। কে কখন এগিয়ে আসে ও পিছিয়ে যায় বলে মুশকিল। দর্শকদের বিচারে ঠিক হয় কে এগিয়ে কে পিছিয়ে। চলুন দেখে নিই, এই সপ্তাহের সেরা লিস্ট ( TRP list)।

১) ধুলোকণা – ৮.৪
২) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.৭
৩) গৌরী এলো – ৭.৩
৪) গাঁটছড়া – ৭.২
৫) আলতা ফড়িং – ৭.২
৬) মিঠাই – ৭.২
৭) অনুরাগের ছোঁয়া – ৬.৫
৮) মন ফাগুন – ৬.১
৯) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৬.০
১০) উমা – ৬.০
১১) এই পথ যদি না শেষ হয় – ৫.৯
১২) লালকুঠি – ৫.৩
১৩) খেলনা বাড়ি – ৫.৩
১৪) আয় তবে সহচরী – ৫.৩
১৫) উড়ন তুবড়ি – ৪.৫
১৬) পিলু – ৪.৩
১৭) গঙ্গারাম – ৩.৮
১৮) গোধূলি আলাপ – ৩.৫
১৯) গুড্ডি – ৩.০
২০) বৌমা একঘর – ২.৮
২১) শিশু ভোলানাথ – ২.৫
২২) জয় গোপাল – ১.৭
২৩) খেলাঘর – ১.৭

রিয়্যালিটি শো

দিদি নং ওয়ান ( Sun) – ৬.০
সা রে গা মা পা – ৫.৮
ইস্মার্ট জোড়ি – ৩.৮
দিদি নং ওয়ান – ২.৮
রান্নাঘর – ১.২