Bengali SerialHoop Plus

TRP: লক্ষ্মী কাকিমাকে হারিয়ে দুর্দান্ত কামব্যাক মিঠাই রানীর, স্টার জলসার মানরক্ষা ‘গাঁটছড়া’র!

গত সপ্তাহে মিঠাই রানীর অবস্থা খুবই শোচনীয় ছিল। অবশ্য বেশ কিছু সপ্তাহ ধরে মিঠাই ও মোদক পরিবারের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছিল ফুলঝুড়ি, খড়ি ও লক্ষ্মী কাকিমা। কিন্তু, আবারও মিঠাই প্রমাণ করলো সেও ফিরতে পারে। গল্পের মোড় এখন এমনভাবে ঘুরেছে যেখানে সকলে কৌতূহল নিয়ে দেখছে মিঠাই। অনেকের ধারণা, নীপা’র বিয়েতে যেই দুর্ঘটনা ঘটেছে তাতে করে গল্পের নায়িকা মারা যাবে আর গল্প শেষ হবে। কিন্তু, আদৌ কি মিঠাই শেষ হবে? নাকি অন্য রকম গল্প নিয়ে চলতে থাকবে মিঠাই? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে যখন রোজ ছোটপর্দায় মোদক বাড়ির হালচাল দেখা যাবে।

আজ বৃহস্পতিবার, প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও টিআরপি চার্ট বেরিয়ে গিয়েছে। যারা নিয়মিত ধারাবাহিক দেখেন বা খোঁজ খবর রাখেন তাদের কাছে এই টিআরপি চার্ট (TRP chart) খুবই গুরুত্বপূর্ন। চলুন দেখে নিই এই সপ্তাহের TRP Chart-

১) মিঠাই – ৮.৫
২) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৮.০
৩) গৌরী এলো ও গাঁটছড়া – ৭.৯
৪) আলতা ফড়িং – ৭.৭
৫) ধুলোকণা – ৭.৫
৬) অনুরাগের ছোঁয়া – ৬.৩..মন ফাগুন – ৬.৩
৭) উমা – ৬.২
৮) এই পথ যদি না শেষ হয় – ৬.০
৯) এক্কা দোক্কা – ৫.৮
১০) খেলনা বাড়ি – ৫.৬
১১) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৫.১
১২) লালকুঠি- ৪.৯
১৩) আয় তবে সহচরী – ৪.৮
১৪) পিলু – ৪.৫
১৫) সাহেবের চিঠি ও উড়ন তুবড়ি – ৪.২
১৬) গোধূলি আলাপ – ৩.৭
১৭) গুড্ডি – ৩.১
১৮) বৌমা একঘর -২.৭
১৯) শিশু ভোলানাথ – ২.৩
২০) জয় গোপাল – ২.১
২১) খেলাঘর – ১.৬

রিয়্যালিটি শো

১) সা রে গা মা পা – ৬.৯
২) দিদি No.1 (সানডে ধামাকা) – ৬.৮
৩) Ismart Jodi – ৩.১
৪) দিদি No.1 S9 – ৩. ১

Related Articles