TRP: একধাক্কায় পিছিয়ে গেল ধুলোকণা, মিঠাই নাকি লক্ষ্মী কাকিমা এবারের টপার কে
মাঝে দুই তিন সপ্তাহ মিঠাই এর নম্বর বিশেষ ভালো ছিল না। হঠাৎ করে গাঁটছড়া, লক্ষ্মী কাকিমা এগিয়ে এসে নিঃশ্বাস ফেলে মোদক পরিবারের ঘাড়ে। কিন্তু, মিঠাই রানী তো আর হেরে যাবার পাত্রী নয়। আবার গল্পের মোড় ঘুরতে না ঘুরতেই মিঠাই হিট। এখন দর্শকদের বিচারে মিঠাই এক নম্বরে।
এই সময় মানুষ ধারাবাহিকের বদলে চোখ রাখছে বেশি টেলিভিশনে খবরে অথবা অনলাইন খবরে । কারণ, এখন সেরা ধামাকা চলছে পার্থ অর্পিতার জীবনে। কী নেই সেই গল্পে? বাংলার দর্শক তো পুরোপুরি ভাবে মজে রয়েছে অর্পিতা পার্থর রগরগে রোম্যান্স নিয়ে। এরমধ্যেও যে ধারাবাহিক গুলো চলছে এই অনেক। চলুন দেখে নিই কারা সপ্তাহে হিট গল্প উপহার দিল…
১) মিঠাই – ৮.৪
২) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.৮
৩) আলতা ফড়িং – ৭.৫
৪) গাঁটছড়া – ৭.৪
৫) গৌরী এলো – ৭.৩
৬) ধুলোকণা – ৬.৮
৭) এই পথ যদি না শেষ হয় – ৬.২
৮) অনুরাগের ছোঁয়া – ৫.৯,। মন ফাগুন – ৫.৯
৯) উমা – ৫.৮
১০) খেলনা বাড়ি – ৫.১
১১) এক্কা দোক্কা – ৫.০
১২) আয় তবে সহচরী, লালকুঠি – ৪.৯
১৩) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৪.৮
১৪) সাহেবের চিঠি – ৪.৫
১৫) পিলু – ৪.২
১৬) গোধূলি আলাপ, উড়ন তুবড়ি- ৪.১
১৭) গুড্ডি – ৩.২
১৮) বৌমা একঘর – ২.৫
১৯)শিশু ভোলানাথ – ২.১
২০)খেলাঘর – ১.৬
রিয়্যালিটি শো
১) সারেগামাপা – ৬.৭
২) দিদি No.1 [সানডে ধামাকা] – ৬.২
৩) Ismart jodi – ৩.০
৪) দিদি No.1 S9 – ২.৯
৫) রান্নাঘর – ১.০