Bengali SerialHoop Plus

TRP: প্রথম স্থানে ‘মিঠাই’, ‘খড়কুটো’কে সরিয়ে ‘বাসি রসগোল্লা’ এখন সেরার সেরা, রইলো টিআরপি তালিকা

বাংলার দর্শক মিঠাই আর সিদ্ধার্থকে ছাড়বেই না, সে যে যত যাই করুক। এক্কেবারে মনোহরা মিষ্টির মতন দর্শকদের মুখে মনে লেগে আছে ধারাবাহিক ‘মিঠাই’। অন্যদিকে অপু করছে একের পর এক কিস্তিমাত। আন্টি ওয়ান এখন তার হাতের নাগালে। যা মন চাইছে করতে পারছে, এমনকি রাখি উৎসবটাও পালন করে ছাড়লো সে। ওদিকে সবাইকে টেক্কা দিয়ে তিন নম্বর স্থানে আছে আমাদের সকলের প্রিয় কলকাতার রসগোল্লা, হ্যাঁ, এখন সে দেখাবে এই বয়সেও ছোটদের সঙ্গে নাচ করে মঞ্চ মাত করা যায়। চলুন দেখি বাকিরা কত দূর দৌড়ালো।

1.মিঠাই – 12.2
2.অপরাজিতা অপু – 9.2
3.সর্বজয়া – 8.3
4.কৃষ্ণকলি ও যমুনা ঢাকি – 8.0
5.খড়কুটো – 7.9
6.শ্রীময়ী – 7.1
7.মহাপীঠ তারাপীঠ – 6.8
8.কড়ি খেলা – 6.6
9.রানী রাসমণি – 6.5
10.ধুলোকণা – 6.3

11.গঙ্গারাম ও এই পথ যদি না শেষ হয় – 6.0
12.দেশের মাটি – 5.8
13.মন ফাগুন – 5.4
14.বরণ ও খেলাঘর – 5.2
15.গ্রামের রাণী বীণাপাণি – 4.9
16.রিমলি – 4.4
17.জীবন সাথী – 3.9
18.শ্রীকৃষ্ণ ভক্ত মীরা – 3.7
19.ফেলনা – 3.4
20.রাধাকৃষ্ণ – 3.1
21.মোহর – 2.9
22.মঙ্গলময়ী সন্তোষী মা – 2.5
23.ধ্রুবতারা – 2.4
24.সাঁঝের বাতি – 2.2
25.তিতলি – 2.0
26.জয় হনুমান – 0.9

রিয়্যালিটি শো ড্যান্স বাংলা ড্যান্স কিছুতেই নামবে না দুই নম্বরে সে যতই সানি লিওনি আসুক বা হেলেন। যেখানে জিৎ-কোয়েল রয়েছে সেই মঞ্চের জনপ্রিয়তা কখনো কমে? ওদিকে সুদীপার রান্নাঘর বহুদিন ধরে মুখ থুবড়ে পড়েছে। যদিও এখন তিনি শাড়ি নিয়ে নতুন ব্যবসা খুলে ফেলেছে, তাই তার অনুরাগীরা এখন সেই শাড়ি কালেকশনে ভিড় জমাচ্ছেন। সামনেই পুজো বলে কথা!

1.ড্যান্স বাংলা ড্যান্স – 6.4
2.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – 4.3
3.দিদি নাম্বার ওয়ান – 3.7
4.রান্নাঘর – 1.5

Related Articles