Bengali SerialHoop Plus

TRP: ‘মিঠাই’কে জোড়ালো টক্কর দিচ্ছে ‘যমুনা ঢাকি’, কোন ধারাবাহিক পেল কত নম্বর!

বাংলা ধারাবাহিকের TRP মানে হল ছোট বেলার স্কুলের পরীক্ষার উইক্লি টেস্ট অর্থাৎ সাপ্তাহিক পরীক্ষা, অবশ্য একে ক্লাস টেস্টও বলা যায়। চলুন দেখি বাংলা ধারাবাহিকগুলো সপ্তাহান্তে কত নম্বর পেলো। মিঠাই কাহিনীতে এখন গল্পের মোড় অন্যদিকে, বাড়ির বড় ছেলেকে নিয়ে অজানা পিতৃত্ব পরিচয় দিয়ে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে, এমনকি তোর্সা প্ল্যান করছে সোমের বিয়ে করা বউ হয়ে মিঠাই রানীর বড় জা হবে। যাইহোক, যমুনা পিছু পিছু নিয়েছে মিঠাইয়ের। কিকরে মিঠাইকে টেক্কা দিয়ে টিআরপি লিস্টে প্রথমে আসা যায়। যদিও মিঠাই রানি নম্বর পেয়েছে ১১.১ অন্যদিকে যমুনা পেয়েছে ৮.৮. বাকিরা? বাংলা ধারাবাহিকের পুরো লিস্ট জানতে পড়তে থাকুন সম্পূর্ণ লিস্ট।

১.মিঠাই – ১১.১
২.যমুনা ঢাকি – ৮.৮
৩.সর্বজয়া – ৮.৪
৪.উমা – ৮.১
৫.রানী রাসমণি ও অপরাজিতা অপু – ৭.৯
৬.ধুলোকণা – ৭.১
৭.মন ফাগুন – ৭.০
৮.শ্রীময়ী – ৬.৯
৯.কড়ি খেলা ও এই পথ যদি না শেষ হয় – ৬.৭
১০.কৃষ্ণকলি ও খড়কুটো – ৬.৪

১১.খেলাঘর – ৬.২
১২.গঙ্গারাম – ৫.৯
১৩.বরণ ও মহাপীঠ তারাপীঠ – ৫.৮
১৪.আয় তবে সহচরী – ৫.৫
১৫.দেশের মাটি (অন্তিম সপ্তাহ) – ৫.৪
১৬.জীবন সাথী – ৪.৪
১৭.গ্রামের রাণী বীণাপাণি – ৩.১
১৮.সন্তোষী মা – ২.৫
১৯.সাঁঝের বাতি – ২.২
২০.শ্রীকৃষ্ণ ভক্ত মীরা – ২.০

সপ্তাহ শেষে ‘দাদাগিরি’ ও ‘ড্যান্স বাংলা ড্যান্স’ জমিয়ে রেখেছে বাংলার দর্শকদের। জি বাংলার এই দুটি রিয়্যালিটি শো এই মুহূর্তে নিমন্ত্রিতদের শেষ পাতের মিষ্টির মতন। তাই এই দুটি রিয়্যালিটি শো বেশ জনপ্রিয় বাংলার দর্শকদের কাছে।

whatsapp logo