TRP: নতুন সপ্তাহে নজর কাড়ল ইন্দ্র-মিতুলের কেমিস্ট্রি, শীর্ষস্থানে কার দখলে!
বিগত কয়েক সপ্তাহের শীর্ষস্থান ধরে রাখল ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে ফের টিআরপি তালিকার প্রথম স্থানে থেকে গেল জি-বাংলার এই ধারাবাহিক। তবে এবার চমক দিল ‘খেলনা বাড়ি’। ইন্দ্র-মিতুলের কেমেস্ট্রি বেশ ভালো মনে ধরেছে দর্শকদের। তিনে ‘অনুরাগের ছোঁয়া’। চতুর্থ স্থানে রইল ‘গৌরী এলো’ ধারাবাহিক। পঞ্চম স্থানে ‘নিম ফুলের মধু’।
টিআরপি তালিকার ষষ্ঠ স্থান দখল করল ‘ধুলোকণা’। সপ্তম স্থানে ‘আলতা ফড়িং’। তবে চমক দিল মিঠাই। যুগ্মভাবে ‘গাঁটছড়া’র সঙ্গে অষ্টম স্থানে ‘মিঠাই’। নবম স্থানে ঘটল লক্ষ্মী কাকিমার ম্যাজিক। নবম স্থানে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। বন্ধের আগে দশম স্থানে নেমে এল ‘মাধবীলতা’। একনজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা।
১) জগদ্ধাত্রী – ৮.৮
২) খেলনা বাড়ি – ৮.২
৩) অনুরাগের ছোঁয়া – ৭.৬
৪) গৌরী এলো – ৭.৫
৫) নিম ফুলের মধু – ৭.৩
৬) ধুলোকণা – ৭.২
৭) আলতা ফড়িং – ৭.১
৮) গাঁটছড়া, মিঠাই – ৭.০
৯) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৬.৭
১০) মাধবীলতা – ৬.৬
১১) সাহেবের চিঠি – ৬.৪
১২) এক্কা দোক্কা, সোহাগ জল – ৬.০
১৩) নবাব নন্দিনী – ৫.৭
১৪) হরগৌরী পাইস হোটেল – ৫.৬
১৫) গুড্ডি – ৪.৩
১৬) এই পথ যদি না শেষ হয় – ৩.৯
১৭) গোধূলি আলাপ – ৩.৪
১৮) বোধিসত্ত্বর বোধবুদ্ধি, উড়ন তুবড়ি – ২.৮
১৯) শিশু ভোলানাথ – ২.০
২০) রাধাকৃষ্ণ – ১.৮